• রাই অচেতন নিরখিতে সহচরি
    রাই অচেতন নিরখিতে সহচরি অন্তরে করয়ে বিচার। শ্যাম অবশ তাঁহা রাই তরসে ঞিহা আর কি করব পরকার।। ঐছে কহল ধনি দেহ চন্দন আনি রাই মুখে সিঞ্চয়ে নীর। উঠ উঠ সুন্দরি শ্যাম রসে আগরি করে ধরি পহিরল চীর।। মলয়জ নীর পবনে ভেল শীতল রাই সচেতন ভেল। তৈখনে সহচরি রাইক কর ধরি শ্যাম সম্ভাষণে চলল।। শ্যাম পাশ […] keyboard_arrow_right
  • রাই অভিসার করু
    রাই অভিসার করু। বেশ ভূষা কর চারু।। হংস-গমনী রাধা চলে পদ আধা আধা।। ঈষৎ হাসিয়া গোরী। গমন করত ভালি।। প্রবেশ করল বনে। জয় জয় গোপীগণে।। বাম করে লই গন্ধ। দক্ষিণ করে কুসুম সুগন্ধ।। মিলল নিকুঞ্জ-মাঝ। হেরয়ে নাগররাজ।। শ্যাম-বামে বৈঠল রাই। শোভা বর্ণনে না পাই।। চন্দন সুগন্ধ সুচারি। দেওল সুকুমারী গোরী।। শ্রীঅঙ্গে লেপন ভাল। গলে দিল […] keyboard_arrow_right
  • রাই অভিসার করু
    রাই অভিসার করু। বেশ ভূষা কর ধরু।। হংস-গমনী রাধা। চলে পদ আধা আধা।। ঈষৎ হাসিয়া গোরী। গমন করত ভালি।। প্রবেশ করল বনে। জয় জয় গোপীগণে।। বাম করে লই গন্ধ। দক্ষিণ করে কুসুম সুগন্ধ।। মিলল নিকুঞ্জ-মাঝ। হেরয়ে নাগররাজ।। শ্যাম-বামে বৈঠল রাই। শোভা বর্ণনে না আই।। চন্দন সুগন্ধ সুচারি। দেওল সুকুমারী গোরী।। শ্রীঅঙ্গে লেপন ভাল। গলে দিল […] keyboard_arrow_right
  • রাই আজু কেন হেন দেখি
    রাই আজু কেন হেন দেখি। স্বরূপ করিয়া কহ না আমারে মনের মরম সখি।। আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি। রসের ভরেতে অঙ্গ নাহি ধরে বসন পড়িছে খসি।। এক কহিতে আর কহিতেছ বচন হইয়া হারা। রসিয়ার সনে কিবা রসরঙ্গে সঙ্গ হয়েছে পারা।। ঘন ঘন তুমি মুড়িতেছ অঙ্গ সঘনে নিশ্বাস ছাড়। স্বরূপ করিয়া কহ না […] keyboard_arrow_right
  • রাই এমন কেনে বা হইলা
    রাই ! এমন কেনে বা হইলা। কিরূপ দেখিয়া আইলা।। মরম কহ না মোর । বিরাঝি ঘুচাঙ তোর।। না পারি বুঝিতে রীত। সব দেখি বিপরীত।। সোনার বরণ তনু। কাজর ভৈ গেল জনু।। নয়ানে বহয়ে ধারা। কহিতে বচন হারা।। জ্ঞানদান মনে জাপ। কহিলে ঘুচিবে তাপ।। keyboard_arrow_right
  • রাই কহে এক রন্ধ্রে দোঁহে দিব ফুঁক
    রাই কহে এক রন্ধ্রে দোঁহে দিব ফুঁক। না জানি কেমন বাজে দেখিব কৌতুক।। এক রন্ধ্রে ফুঁক তবে দেয় রাধা কানু। রাধাশ্যাম দুটি নাম বাজে ভিনু ভিনু।। রসের হিলোল উঠে দোঁহাকার গানে। মোহিল সভার মন মুরলীর তানে।। গান শুনি সারি শুক কোকিল আনন্দ। তরুলতা কুসুমে ঝরয়ে মকরন্দ।। জ্ঞানদাস কহয়ে বিরিঞ্চি অগোচরী। লীলায় বিহরে দোঁহে কিশোরা কিশোরী।। keyboard_arrow_right
  • রাই কহে তবে কৃত্তিকার আগে
    রাই কহে তবে কৃত্তিকার আগে “এ কি এ দেখিতে দেখি।” কহেন জননী– “শুন বিনোদিনি, বাজিকর ওই পেখি।। কোন দেশ হতে এই পঞ্চ শিশু এই সে করিবে বাজি। তোমার পিতার আবেশ হইল বাজিয়ার দেখিতে বাজি।। তথির কারণে বাহির দুয়ারে বসিল তোমার পিতা। বাজিকর আগে দেখহ চাহিয়া এমত না দেখি কোথা।।” রাজা আজ্ঞা দিল গুণী পঞ্চজনে “কি […] keyboard_arrow_right
  • রাই কহে তবে কৃত্তিকার আগে
    রাই কহে তবে কৃত্তিকার আগে একি এ দেখিতে দেখি। কহেন জননী ”শুন বিনোদিনি বাজিকর উহ পেখি।। কোন দেশ হৈতে এই পঞ্চ শিশু এই সে করিবে বাজি। তোমার পিতার আবেশ হইল বাজিয়ার দেখিতে বাজি।। তথির কারণ বাহির দুয়ারে বসিল তোমার পিতা। বাজিকর আগে দেখহ চাহিয়া এমন না দেখি কোথা।।” রাজা আজ্ঞা দিল গুণী, পঞ্চজনে কি গুণ […] keyboard_arrow_right
  • রাই কহে বাণী আমি অভাগিনী
    রাই কহে বাণী আমি অভাগিনী কত না দিয়াছি দুখ। আহা মরি মরি এসো প্রাণ-হরি শুকায়েছে চাঁদ মুখ।। আমার লাগিয়া এত দুখ পাইলে তুমি সে পরাণ পিয়া। না জানি বিধাতা আমারে গঢ়ল কুলিশ পাষাণ দিয়া।। ক্ষম মোর দোষ না হইও বিরস সহজ অবলা আমি। আমার বচনে না হবে মোচন রসিক নাগর তুমি।। শুনিয়া রাধার কাতর বচন […] keyboard_arrow_right
  • রাই কহে শুন কে জানে পীরিতি
    রাই কহে শুন কে জানে পীরিতি আরতি রসের লেহ। আন কে বা জানে রসের মাধুরী বুঝিতে পারয়ে কেহ।। পীরিতি আঁখরে যে জন পূরিত কিছু কিছু জানে সেহ। রসের রসিক রসে আরোপিত সেই সে জানয়ে সেহ।। কোন কুলরামা পীরিতি না জানে সে জন আছয়ে ভাল। মুঁই সে পীরিতি করিয়া পশিনু এ দেহ হইল কাল।। কায় মন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ