• রঘুনন্দনের পিতা মুকুন্দ তাহার ভ্রাতা
    রঘুনন্দনের পিতা মুকুন্দ তাহার ভ্রাতা নাম যার নরহরি দাস। রাঢ়ে বঙ্গে সুপ্রচার পদবী যে সরকার শ্রীখণ্ডগ্রামেতে বসবাস।। গৌরাঙ্গ জন্মের আগে বিবিধ রাগিণী রাগে ব্রজরস করিলেন গান। হেন নরহরিসঙ্গ পাঞা পহুঁ শ্রীগৌরাঙ্গ বড় সুখে জুড়াইলা প্রাণ।। পহুঁর দক্ষিণে থাকি চামর ঢুলায় সখী মধুমতী রূপে নরহরি। পাপিয়া শেখর কয় তার পদে মতি রয় এই ভিক্ষা দেও গৌরহরি […] keyboard_arrow_right
  • রঙ্গ কথা আলাপনে আছে সব সখিগণে
    রঙ্গ কথা আলাপনে আছে সব সখিগণে হেন কালে বাঁশিয়া বাজিল। বাঁশিরব শুনি কানে চিত না ধৈরয মানে সখিগণ অবশ হইল।। কেহ না মানয়ে বাধা আগে বাহিরল রাধা সে প্রেম বুঝিতে নারে আনে। প্রিয়মুখ সঙরিতে বিরহে ব্যাকুল হঞা ধায় সতী অঞ্জন-নয়নে।। পদ আধ বাড়াইতে কমল ফুটে আচম্বিতে দেখি সভে হইলা বিস্ময়। ললিতা বলয়ে রাধে কি দেখি […] keyboard_arrow_right
  • রঙ্গদেবি সখি রঙ্গ ভঙ্গি করি
    রঙ্গদেবি সখি রঙ্গ ভঙ্গি করি কহে কত বচন রসাল। আহা মরি হরি পদতলে পড়ি রহু মঝু মনে বাজত শাল।। সুন্দরি তোহে উপদেশ কোই। সে হেন প্রেম কাহে অবহেলে খোয়সি বলি চরণে পড়ি রোই।। এক বেরি হৃদয় সদয় তুহু হোয়ত মনে করি তেজিয়ে মান। পুন পহু গরবে গোঁয়ার মতি উলটই মান ভেল মেরু সমান।। ক্ষেণে এক […] keyboard_arrow_right
  • রঙ্গিণি মরম জানি সখি সঙ্গিনী
    রঙ্গিণি মরম জানি সখি সঙ্গিনী হাসি কহই শুন রাধা। গোকুল-চান্দ ফান্দ করি পাড়লি সাধলি নিজ মনসাধা।। সুন্দরি তুহুঁ রসবতি ব্রজবালা। চকিত নয়ানে কাহে মুখ মোড়সি জানলো ভেটবি কালা।। যাকর দরশ পরশ রস লালসে লাখ যুবতি করু আশ। সো তুয়া দরশন মানি পরম ধন আসি করল বনবাস।। ধনি ধনি রমণি- শিরোমণি সুন্দরি ভেটহ নাগররাজ। দীনবন্ধু কহে […] keyboard_arrow_right
  • রঙ্গিণীগণে কহে রসবতি রাই
    রঙ্গিণীগণে কহে রসবতি রাই। সকল সখিগণ চলু ঘর যাই।। মানস সুরধনী দুকুল পাথার। কৈছনে সহচরি হোয়ব পার।। প্রাবৃট সময়ে গরজে ঘন ঘোর। খরতর পবন বহই তঁহি জোর।। দূরহি নেহারত নাগর শ্যাম। তরণী লেই মিলল সোই ঠাম।। হাসি হাসি কহয়ে নাবিকবরকান। চল সবে পারে উতারব হাম।। শুনি সুবদনী ধনী হরষিত ভেল। চঢ়ল তরণীপর সহচরী মেল।। নৌতুন […] keyboard_arrow_right
  • রঙ্গিনি সঙ্গে তুঙ্গ মণিমন্দিরে
    রঙ্গিনি সঙ্গে তুঙ্গ মণিমন্দিরে দশ দিশ হেরইতে রামা। কো জানে কি খেনে তোহে দিঠি লাগল মূরছি পড়ল সোই ঠামা।। মাধব কি তুয়া নয়ন সন্ধান। কুল-গিরিরাজ লাজ-কুচ-কঞ্চুক ভেদি মরম সঞে হান।। তুয়া বিরহানলে জ্বলত কলেবর সঘন লুঠই মহি পঙ্কা । তুহুঁ সুপুরুখমণি তোহে চঢ়ব জানি ধনিবধ-বিপুল-কলঙ্কা।। সহচরি মেলি কতহিঁ আশোয়াসলু বেদন কোই না জান। গোবিন্দদাস ভণে […] keyboard_arrow_right
  • রঙ্গিল বাড়ইয়া কলেতে সৃজিলায় ঘর
    রঙ্গিল বাড়ইয়া ! কলেতে সৃজিলায় ঘর পবন কাষ্ঠের থুম দিয়া। অরবায় না ছিরাদিয়া প্রভু নিরঞ্জন পরম যতনে ঘর করিলায় সৃজন। ঘরের দুয়ারে দশ আচানক কল যোগাসনে বসিয়াছে দুয়ারী সকল। প্রেমে বান্ধিল ঘর পবনের ধ্বনি মিরতিঙ্গা বাসের রূয়া উলুয়ে তার ছানি। পবনেতে ঘুরে কর শব্দ হয় ধ্বনি কি সন্ধানে চলে ঘর পুতুলা মেদিনী। ঘরের মধ্যে দুই […] keyboard_arrow_right
  • রঙ্গে হো হো হোরি
    রঙ্গে হো হো হোরি। খেলত নওল কিশোরী।। ধ্রু।। বাজত তাল রবাব পাখাওজ সখিগণ ঘন করতালি। কুঙ্কুম চন্দন আবির উড়ত ঘন বরিখন খন পিচকারি।। দুহুঁ দুহুঁ খেলন সমর প্রবন্ধহি দুহুঁ পর দুহুঁ পড়ু ভোরি। জিতলুঁ জিতলুঁ ঘন দুহুঁ জন গরজন সখিগণ ভন বরজোরি।। খেনে খেনে থকিত বদন দুহুঁ নিরখন যৈছন চাঁদ চকোরি। তহিঁ শিবরাম দাস মন […] keyboard_arrow_right
  • রজনি উজাগরি নাগর নাগরি
    রজনি উজাগরি নাগর নাগরি আঁখি মেলিতে নারে ঘুমে । অতিশয় রসভরে শ্যাম নাগরের কোরে অঙ্গ হেরি রহল নিঝুমে।। দেখি সখি অপরূপ ছান্দে। শ্যাম নাগর-কোরে শুতিয়া রহল ধনি কানু নেহারে মুখ-চান্দে।। কুটিল কুন্তল সব শ্রীমুখ বেঢ়িল গো সিন্দুর তিলক মোছে ঘামে। ফুয়ল কবরি আধ বেনন পাটের জাদ বীড় খসল কর বামে।। নীল বসন ভিগি অঙ্গে লাগিয়াছে […] keyboard_arrow_right
  • রজনি উজাগরি নাগর নাগরি
    রজনি উজাগরি নাগর নাগরি শূতল কিশলয় সেজে। রতি-রস-আলসে অবশ কলেবর দুহুঁ তনু দুহুঁ নাহি তেজে।। শুন সজনি শুতি রহু নীলজ কান। রাই জাগাই লেই চলু মন্দির জানাহি হোত বিহান।। রাইক কবরি বান্ধি পুন সম্বরি পিঞ্জ মুকুট গড়ি জাউ। মণিময় মুদরি মোহন মুরলী এ দুহুঁ যতনে চোরাউ।। ঘুমল কাহ্ন যুগতি শুনি ঐছন রাইক কোরে আগোর। গোবিন্দদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ