• রাসবিলাসে রসিকবর নাগর
    রাসবিলাসে রসিকবর নাগর বিলসই রসবতীমাঝে। মনোহর বেশ বয়স বৈদগধি অবধি করিয়া ধনি সাজে।। এত অপরূপ রস এহ ক্ষিতিমণ্ডলে মধুময় কুসুমিত কুঞ্জে। রাধা রাতি- দিবস রসআরতি শ্যামর ঘন রসপুঞ্জে।। গুঞ্জরে অলিকুল কীর মধুর ধ্বনি কোকিল পঞ্চম গানে। ফিরত মনোহর ময়ূর ময়ুরী কত মদনহাট রাতিদিনে।। বাজত বহুবিধ যন্ত্র একতান সঙ্গে রঙ্গে রসগীতে। নারী পুরুষ দোঁহে ভাবে বিভোর […] keyboard_arrow_right
  • রাসবিহারে মগন শ্যাম নটবর
    রাসবিহারে মগন শ্যাম নটবর রসবতি রাধা বামে। মণ্ডলি ছোড়ি রাইকর ধরি হরি চললি আন বন-ধামে।। যব হরি অলখিত ভেল। সবহুঁ কলাবতি আকুল ভেল অতি হেরইতে বন মাহা গেল।।ধ্রু।। সখিগণ মেলি সবহুঁ বন ঢুঁড়ই পূছই তরুগণ পাশ। কাঁহা মঝু প্রাণনাথ ভেল অলখিত না দেখিয়া জিবন নিরাশ।। কহ কহ কুসুমপুঞ্জ তুহুঁ ফুল্লিত শ্যামভ্রমর কাহাঁ পাই। কোন উপায়ে […] keyboard_arrow_right
  • রাসমণ্ডল মাঝে বিলসই
    রাসমণ্ডল মাঝে বিলসই সঙ্গে শত শত রঙ্গিণি। রসিক নাগর সঙ্গে নাচত রণিত নূপুর কিঙ্কিণি।। চিত্রপদগতি চারু চাহনি অঙ্গভঙ্গি করচালনি। ক্কণিত কঙ্কণ তরল বলয়া গণ্ডে কুণ্ডল দোলনি।। উরোজমণ্ডল হার চঞ্চল বয়নে শ্রমজলশোহনি। মুরলি বীণা যন্ত্র সুমধুর মুরজ থৈ থৈ বোলনি।। অলসে দুহুঁ মেলি অঙ্গ হেলা হেলি বিহসি হেরই আননে। সঘনে চুম্বন প্রেমালিঙ্গন রায় বসন্ত পঁহু কাননে।। keyboard_arrow_right
  • রাসরঙ্গথল পরম সুশীতল
    রাসরঙ্গথল পরম সুশীতল সহচরিগণ তহি ঘেরি। দুহুঁ মুখ চাহি পাই পরমানন্দ বাজনযন্ত্রে তন্ত্রে করু মেলি।। রঙ্গিণি রাই রঙ্গিয়া শ্যামরায়। দুহুঁ দুহাঁ চাই দুহুঁক মুচুকায়নি ঝুলাই নূপুর পরবেশল তায়।।ধ্রু।। শ্যামর গোরি হোই অতি উলসিত রচই সরস পরবন্ধ। ইনহি ইনহি মঝু ওর সেঁ গাওব সখিক ভাগ নিরবন্ধ।। নরতন মঙ্গল পরম সুসঙ্কুল গাওত বাওত আলি। রহি রহি পাদ […] keyboard_arrow_right
  • রাহু তরাসে চাঁদ হম মানি
    রাহু তরাসে চাঁদ হম মানি। অধর সুধা মনমথে ধরু আনি।। জিব জঞো জোগাএব ধরব অগোরি। পিবি জনু হলহ লগতি হম চোরি।। সহজহি কামিনি কুটিল সিনেহ। আস পসাহ বাঁক সসিরেহ।। কী কহ্নু নিরখহ ভঞুক ভঙ্গ। ধনু হমে সঁপি গেল অপন অনঙ্গ।। কঞ্চনে কামে গঢ়ল কুচ কুম্ভ। ভঙ্গইত মনব দেইত পরিরম্ভ।। কৈতব করথি কলামতি নারি। গুন গাহক […] keyboard_arrow_right
  • রাহু মেঘ ভএ গরসল সূর
    রাহু মেঘ ভএ গরসল সূর। পথ পরিচয় দিবসহি ভেল দূর।। নহি বরিসএ অবসন নহি হোএ। পুর পরিজন সঞ্চর নহি কোএ।। চল চল সুন্দরি কর গএ সাজ। দিবস সমাগম সপজত আজ।। গুরুজন পরিজন ডর করু দূর। বিনু সাহস অভিমত নহি পূর।। এহি সংসার সার বথু এহ। তিলা এক সঙ্গম জাব জিব নেহ।। ভনই বিদ্যাপতি কবি কণ্ঠহার। […] keyboard_arrow_right
  • রিপু পঁচসর জনি অবসর
    রিপু পঁচসর জনি অবসর হথে সরাসন সাজে। হেরি সূন পথ ঘটী মনোরথ কে জান কি হোইতি আজে।। নিফল ভেলি জুবতী। হরি হরি হরি রাতি তেজ হরি পলটলি নহি দূতী।। সাজি অভিসারা পড়ি আঁধিয়ারা উগি জনু জা বোরা। আরতি বেরা জঞো হো মেরা লাখ গনু সুঅ থোরা।। keyboard_arrow_right
  • রীঝলি রাজ-নগর মাহা তোই
    রীঝলি রাজ-নগর মাহা তোই। রঙ্গিণিসঙ্গে রঙ্গে মন মোই।। রসময় রাস-রসিক ব্রজ-নারি। রোই রোই তুয়া পন্থ নেহারি।। রাধা-রমণ রতন তুহুঁ দূর। রবিজা-রোধে রমণিগণ ঝুর।। রাকা-রজনি রজনি-কর-জাল। রোই রোই বোলত মরমক শাল।। ঋতুপতি-রাতি দিনহিঁ দিন-হীন। রসবতি জীবয়ে কৈছে রস বীন।। রতিপতি-রোখে রহিত রস-বেশ। রূপ নিরুপম রহ অবশেষ।। রসনা-রোচন শ্রবণ-বিলাস। রচই রুচির পদ গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • রূপ কলাগুণ সব বৈদগধি
    রূপ কলাগুণ সব বৈদগধি নিরূপম সব নিরমাণে। বেশ বিলাস অলপ … কেনে কোন ধনি ধরএ পরাণে।। সজনি না করব আন পরথায়। শ্যাম নায়র নব-নেহ -জড়িত জীউ মঝু মনে আন নাহি ভায়।। হাস রভস রসলীলা কৌতুক প্রেম-পরশ রস গরিমা। নিতি নব পিরিতি পসারি পসারয়ে কে কহু সে সুখ সীমা।। (য)ছুক আলাপনে যব তার দরসন কুলবতি কুলটা […] keyboard_arrow_right
  • রূপ দেখি কেবা জাইব ঘরে
    রূপ দেখি কেবা জাইব ঘরে। চিত্ত-কাড়া কালার বাঁশী লাগিছে অন্তরে।। ধু কিবা দিনে কিবা খেনে বন্ধু রসনে দেখা। জেবা ছিল জাতিকুল ন জাইব রাধা।। সে যেজানে কালার বাঁশী লাগিআছে জারে। ছাড়িব জগৎমায়া ডরাইবে কারে।। মোহম্মদ হাসিমেকহে রূপেরনিছনি। কিবাআছে কিবাদিমু সবে সুধাপ্রাণি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ