রূপ দেখি কেবা জাইব ঘরে। চিত্ত-কাড়া কালার বাঁশী লাগিছে অন্তরে।। ধু
কিবা দিনে কিবা খেনে বন্ধু রসনে দেখা। জেবা ছিল জাতিকুল ন জাইব রাধা।।
সে যেজানে কালার বাঁশী লাগিআছে জারে। ছাড়িব জগৎমায়া ডরাইবে কারে।।
মোহম্মদ হাসিমেকহে রূপেরনিছনি। কিবাআছে কিবাদিমু সবে সুধাপ্রাণি।।