• অরে শ্যাম গেলা কোন্‌দেশ
    অরে শ্যাম গেলা কোন্‌দেশ, কোন্‌ দেশে গেলা শ্যাম নাপাই উদ্দেশ। ধু পিয়া মোরে বিছোড়ল তিলে যুগ জানি, পিয়া বিনে হই গো পনি। আকাশের চন্দ্র প্রিয়া কিবা শিরোমণি, আসিবা আসিবা করি গোঁয়াইলাম রজনী। মুহম্মদ হাসিমে কহে নিরবধি হিয়া দহে, মুখে না আসে বাণী গুরুজনের ভয়ে। keyboard_arrow_right
  • কৈযাম কৈযাম মুঞিরে ননদীর আগুনে
    কৈযাম কৈযাম মুঞিরে ননদীর আগুনে। রাত্রিদিবা কানাকানি নাসহে পরাণে।। শাশুড়ী ননদী জাল সতিনী মোহিনী। একঘরে চারিজন মুঞি সে অভাগিনী।। সোয়ামী রসিয়ানাগর মুঞি সে অভাগিনী। ননদীর বাক্য ধরে তত্ত্ব নাহি জানি।। সোয়ামী পদে সেবা দিতে রহে না চিত। এত দুঃখ দেখি আঁখি ভাঙ্গি পরে নিত।। মোহাম্মদ হাসিমে কহে শুন রে বউয়ারি। কালকেতু হইল বৈরী ননদী তোমারি।। keyboard_arrow_right
  • নজানো নচিনো কেবা জমুনার কুলে
    নজানো নচিনো কেবা জমুনার কুলে। দূরেথাকি বাজাএ বাঁশী ফুলের মালা গলে।। ধু খেণে হাটে খেণে বাটে খেণে তরুমূলে। খেণে খেণে তার বাঁশী রাধা রাধা বোলে।। খেণে খেণে বান্ধে চূড়া খেণে খেণে খোলে। খেণে খেণে বাঁশীর নাদে জল তোলে কূলে।। মোহম্মদ হাসিমে কহে ভুবন মোহিলে । কার বাঁশী হেন হি বুলিবে ব্রজকুলে ।। keyboard_arrow_right
  • নব যৌবনী তোর রূপ নিরীক্ষতে না রহে পরাণি
    নব যৌবনী তোর রূপ নিরীক্ষতে না রহে পরাণি। ধু যমুনার জলেরে জাইতে ননদী চলিল সাথে লাজে নারী না বোলাই বন্ধেরে। আঞ্চলে ঢাকিয়া বুক মনেতে রহিল দুঃখ কান্দি কান্দি আইলুম নিজ ঘরে।। উঞ্চল নিঞ্চল ঘাট নামিতে সঙ্কট তাত নামিয়াছি এ চন্দ্র বদনী। তিলেক দাণ্ডাই জাও জুড়াউক শ্যামের গাও কলসী ভরিয়া দিমু আমি।। কহিও বন্ধুর আগে মাথার […] keyboard_arrow_right
  • রূপ দেখি কেবা জাইব ঘরে
    রূপ দেখি কেবা জাইব ঘরে। চিত্ত-কাড়া কালার বাঁশী লাগিছে অন্তরে।। ধু কিবা দিনে কিবা খেনে বন্ধু রসনে দেখা। জেবা ছিল জাতিকুল ন জাইব রাধা।। সে যেজানে কালার বাঁশী লাগিআছে জারে। ছাড়িব জগৎমায়া ডরাইবে কারে।। মোহম্মদ হাসিমেকহে রূপেরনিছনি। কিবাআছে কিবাদিমু সবে সুধাপ্রাণি।। keyboard_arrow_right
  • শ্রীমুখ দহে বিরহ আগুনি
    শ্রীমুখ দহে বিরহ আগুনি। ধু যবে করে রোষ তবে হইব দোষ তে কারণে বসিছিল আলো রাই ননদিনী পিছে লাগিয়াছে শনি সে কহিয়া দিল। মোহাম্মদ হাসিমে কহে গুরুজনের ভয়ে মুখে না আইসয় বাণী কহিলে এক কথা মনে লাগে ব্যথা অকীর্তি হবে জানি। keyboard_arrow_right
  • সহিমু কথ বিরহ আগুনি
    সহিমু কথ বিরহ আগুনি। ধু জবে করি রোষ তবে হৈবে দোষ তে কারণে বসি শুনি। কহিলে এ হএ আনলে বাহিরে দএ পিছে লাগি আছে শনি।। মোহাম্মদ হাসিমে কহে গুরুজনের ভয়ে মুখে ন আইসএ বাণী। কহিলে এ কথা মনে লাগে বেথা অকীর্তি হইবে জানি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ