নব যৌবনী তোর রূপ নিরীক্ষতে না রহে পরাণি। ধু
যমুনার জলেরে জাইতে ননদী চলিল সাথে লাজে নারী না বোলাই বন্ধেরে।
আঞ্চলে ঢাকিয়া বুক মনেতে রহিল দুঃখ কান্দি কান্দি আইলুম নিজ ঘরে।।
উঞ্চল নিঞ্চল ঘাট নামিতে সঙ্কট তাত নামিয়াছি এ চন্দ্র বদনী।
তিলেক দাণ্ডাই জাও জুড়াউক শ্যামের গাও কলসী ভরিয়া দিমু আমি।।
কহিও বন্ধুর আগে মাথার শপথ লাগে থাম্বা চুয়াই পড়ে পানি।
থাম্বার পানিএ লোটন ভিজিল রে কাঞ্চা ঘুমে কে দিল আগুনি।।
তুমি ন জৌবনী কানু মনমোহিনী তাত দেখি ঐ রূপখানি।
মোহাম্মদ হাসিমে কহে এই না দুঃখ গাএ সহে তোর লাগি তেজিমু পরাণি।।