সহিমু কথ বিরহ আগুনি। ধু
জবে করি রোষ তবে হৈবে দোষ তে কারণে বসি শুনি।
কহিলে এ হএ আনলে বাহিরে দএ পিছে লাগি আছে শনি।।
মোহাম্মদ হাসিমে কহে গুরুজনের ভয়ে মুখে ন আইসএ বাণী।
কহিলে এ কথা মনে লাগে বেথা অকীর্তি হইবে জানি।।