নজানো নচিনো কেবা জমুনার কুলে। দূরেথাকি বাজাএ বাঁশী ফুলের মালা গলে।। ধু
খেণে হাটে খেণে বাটে খেণে তরুমূলে। খেণে খেণে তার বাঁশী রাধা রাধা বোলে।।
খেণে খেণে বান্ধে চূড়া খেণে খেণে খোলে। খেণে খেণে বাঁশীর নাদে জল তোলে কূলে।।
মোহম্মদ হাসিমে কহে ভুবন মোহিলে । কার বাঁশী হেন হি বুলিবে ব্রজকুলে ।।