• রথ চড়ি যান করয়ে গমন
    রথ চড়ি যান করয়ে গমন কৃষ্ণ-হলধর দুই। প্রবেশে নগর বাজার চাতর শিঙ্গা বেণু উতরোই।। হেনক সময় কুবুজা মালিনী রাজপথে চলি যায়। “শুল লো সুন্দরি চন্দন কটোরি হরে মনে হরে তায়।।” কুবুজা কহেন দোঁহার সদন কাতর হইয়া বলে।। “কংসের যোগানি আমি সে মালিনী লই যাই কংস-তরে।” “এই গন্ধমালা দেহ মোর গলে” সরসে কানাই বলে।। শুনিয়া সুন্দরী […] keyboard_arrow_right
  • রন্ধন করিতে বাহিরে চাহিতে
    রন্ধন করিতে বাহিরে চাহিতে সুবলে দেখিল ধনি। তাহারে দেখিয়া চমকিত হৈয়া কহিছে মধুর বাণী।। আমার সুবলে না দেখি কখন কি লাগি আইলা তুমি। পরাণনাথের বিতথা পড়েছে কারণে বুঝিলুঁ আমি।। এ কথা শুনিয়া আনন্দিত হৈয়া সুবল কহিছে বাণী। কহিবার নয় কৈলে কিবা হয় শুন শুন বিনোদিনী।। আপনার হার দিয়াছে তোমারে শ্যামকে দেখিবে পরে। জগন্নাথ বোলে হার […] keyboard_arrow_right
  • রন্ধনে মলিনী হইয়া রমণী
    রন্ধনে মলিনী হইয়া রমণী বাহিরে আসিয়া বসি। ঘামে টলমল সে অঙ্গ অতুল যেমন দিবসে শশী।। আসি দাসীগণ করায় সিনান সুগন্ধে শীতল নীরে। প্রিয় সখীগণ পরায় বসন ছরম করল দূরে।। রাধা দাসীগণ চতুর নিপুণ মাজিয়া বিরল ঘরে। বসিতে আসন জলের ভাজন সারি সারি করি ধরে।। যশোদা আকুলি করিয়া বিকুলী রাইরে করল কোরে। ও মোরে বাছনি মূ […] keyboard_arrow_right
  • রভসহি তহ বোললহ্ণি মুখকান্তি
    রভসহি তহ বোললহ্ণি মুখকান্তি। পুলকিত তনু মোর কতধর ভান্তি।। আনন্দলোরে নয়ন ভরি গেল। পেম আকুর অঙ্কুর মেল।। ভেটল মধুর পতি সপনে মো আজ। তখনক কহিনী কহইতে লাজ।। জখনে হরল হরি আচর মোর। রসভরে মন রুকসনী ভোর।। করে কুচ মণ্ডল রহলিহুঁ গোএ। কমলে কনকগিরি ঝাঁপল হোএ।। বিদ্যাপতীত্যাদি। keyboard_arrow_right
  • রমণি-সমাজে তুহারি গুণ ঘোষই
    রমণি-সমাজে তুহারি গুণ ঘোষই তুহুঁ ধনি মোহিনি বালা। জগজন-মোহন মোহন করলি যে সাজলি যৌবন-ডালা।। সজনি অপরূপ বাসর-পসার। বাসর-গেহ আজু লেহ বঢ়ায়ই পূজবি নন্দ-কুমার।। ঘন পুন জঘন আসন নিরমাওল হিয় মাহ সেজ বিছাই। সরসহি চন্দনে কমল যে সঙ্কুল নাগর শ্যাম অবগাই।। পরিমলে লুবধ ভ্রমর জনি ধাওত ঐছন আকুল কান। অধরক মধুপানে অবহি মাতায়বি গোবিন্দদাস ভালে জান।। keyboard_arrow_right
  • রমণিরমণি রঙ্গিণী জিনি
    রমণিরমণি রঙ্গিণী জিনি কনক-নবনীত অঙ্গ। গঞ্জি খঞ্জন নয়ন চাহনি নিরখি মুরুছে অনঙ্গ।। ভাঙ যুগবর ভঙ্গি মধুরিম অধরে মৃদু মৃদু হাস। বলিত কুন্তলে কুন্দকলি জনু জলদে উড়ু পরকাশ।। সরস সিন্দূর বিন্দু ললিত ললাট অলকে উজোর। শ্রবণে মণি তাড়ঙ্ক ঝলমল চিবুকে মৃগমদ থোর।। গীম বলনি সুচারু করযুগ নীল বলয় বিরাজ। অসিত কঞ্চুক রচিত উচ কুচ হার উরে […] keyboard_arrow_right
  • রমণী-মোহন বিলসিতে মন
    রমণী-মোহন বিলসিতে মন হইল মরমে পুনি। গিয়া বৃন্দাবনে বসিলা যতনে রমিতে বরজ ধনী।। মধুর মুরলী পূরে বনমালী রাধা রাধা বলি গান। একাকী গভীর বনের ভিতর বাজায় কতেক তান।। অমিয়া নিছনি বাজিছে সঘন মধুর মুরলী গীত। অবিচল কুল রমণী সকল শুনিয়া হরল চিত।। শ্রবণে যাইয়া রহল পশিয়া বেকত বাজিছে বাঁশী। আইস আইস বলি ডাকয়ে মুরলী যেন […] keyboard_arrow_right
  • রমণী-মোহন বিলসিতে মন
    রমণী-মোহন বিলসিতে মন হইল মরমে পুনি। গিয়া বৃন্দাবনে বসিলা যতনে রমিতে বরজ-ধনী।। মধুর মুরলী পূরে বনমালী রাধা রাধা বলি গান। একাকী গভীর বনের ভিতর বাজায়ে কতেক তান।। অমিয়া-নিছন বাজিছে সঘন মধুর মুরলী-গীত। অবিচল কুল– রমণী সকল শুনিয়া হরল চিত।। শ্রবণে যাইয়া রহল পশিয়া বেকতে বাজিছে বাঁশী। ‘আইস, আইস’,বলি ডাকয়ে মুরলী যেন ভেল সুখরাশি।। আনন্দ-অবশ পুলক-মানস […] keyboard_arrow_right
  • রমণীমোহন রমণী মোহিতে
    রমণীমোহন রমণী মোহিতে সে দিনে করল বেশ। চূড়ার টালনি কিবা সে বাঁধনি বিচিত্র সুচারু কেশ।। মণি হেম মালে বেড়িয়া দুধারে তাহাতে মুকুতার মাল। প্রবাল গাঁথিয়া তাহে থরি দিয়া দেখনা শোভিছে ভাল।। নব নব ফুলে মল্লিকার মালে ভ্রমরা ধাওল কোটী। পরিমল-আশে উড়ি বৈশে তাহে কিবা তাহে পরিপাটী।। দুকানে শোভিত কদম্বের ফুল কি শোভা কহিব তায়। ময়ূর-শিখণ্ড […] keyboard_arrow_right
  • রমণীমোহন রমণী মোহিতে
    রমণীমোহন রমণী মোহিতে সে দিনে করল বেশ। চূড়ার টালনি কি বা সে বাঁধনি বিচিত্র সুচারু কেশ।। মণি হেমমালে বেড়িয়া দুধারে তাহাতে মুকুতা-মাল। প্রবাল গাথিয়া তাহে ধরি দিয়া দেখ না শোভিছে ভাল।। নব নব ফুলে মল্লিকার মালে ভ্রমর ধাওল কোটী। পরিমল আশে উড়ি বৈসে তাহে কিবা তাহে পরিপাটী।। দুকাণে শোভিত কদম্বের ফুল কি শোভা কহিব তায়। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ