অনুপম মন অভিলাষ। সঙ্কেত-কুঞ্জহিঁ শেজ বিছায়ই কানু মিলব প্রতিআশ।। মৃগমদ চন্দন গন্ধ-সুলেপন বিকসিত-চম্পক-দাম। কর্পূর তাম্বুল সম্পুট ভরি রাখয়ে পূরব মনরথ কাম।। মঙ্গল-কলস পর দেই নব পল্লব রম্ভা শোভে তছু ঠাম। রতন-প্রদীপ সমীপহিঁ জারল চামর-বিজন অনুপাম।। কত উপহার কুঞ্জ মাহা করলহি কানু মিলব প্রতিআশ। ঘর বাহির কত আয়ত যায়ত কি কহব বলরাম দাস।।
keyboard_arrow_right