অনেক যতনে কৃষ্ণ না হয় চেতন।
কৃষ্ণ-মুখ পানে চায়্যা করয়ে রোদন।।
ভাবাবেশ দেখি সুবল ভাবে মনে মনে।
রাধা রাধা বলিয়া ডাকয়ে ঘনে ঘনে।।
রাধানাম শুনি কৃষ্ণ চেতন হইলা।
কান্দিতে কান্দিতে সুবল কহিতে লাগিলা।।
অতি যতনের নিজ হার দেহ মোরে।
তুরিতে গমন করি রাধার মন্দিরে।।
এতেক শুনিয়া কৃষ্ণ আনন্দ হইলা।
খসাইয়া নিজ হার সুবলেরে দিলা।।
কৃষ্ণহার লৈয়া সুবল করিলা গমন।
রাধার মন্দিরে আসি দিলা দরশন।।
কি বোল বলিব সুবল ভাবে মনে মনে।
দাঁড়ায়্যা রহিলা সুবল জগন্নাথ ভণে।।