• অনেক যতনে কৃষ্ণ না হয় চেতন
    অনেক যতনে কৃষ্ণ না হয় চেতন। কৃষ্ণ-মুখ পানে চায়্যা করয়ে রোদন।। ভাবাবেশ দেখি সুবল ভাবে মনে মনে। রাধা রাধা বলিয়া ডাকয়ে ঘনে ঘনে।। রাধানাম শুনি কৃষ্ণ চেতন হইলা। কান্দিতে কান্দিতে সুবল কহিতে লাগিলা।। অতি যতনের নিজ হার দেহ মোরে। তুরিতে গমন করি রাধার মন্দিরে।। এতেক শুনিয়া কৃষ্ণ আনন্দ হইলা। খসাইয়া নিজ হার সুবলেরে দিলা।। কৃষ্ণহার […] keyboard_arrow_right
  • আনন্দের ভরে চাপায়্যা রাধারে
    আনন্দের ভরে চাপায়্যা রাধারে পুলকে পুরিল গা। মধ্য দরিয়ায় আনি শ্যামরায় কাঁপাইতে লাগিলা না।। করি দিব পার কৈলুঁ অঙ্গীকার কে জানে এমন হবে। তিল আধ আর নাহি সহে ভার নিচয়ে জানিলুঁ ডুবে।। তরাসে কিশোরী দু-বাহু পসারি ধরিল কানুর গলে। রাধা কোলে করি রসিক মুরারি ঝাঁপ দিয়া পড়ে জলে।। ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিভৃতনিকুঞ্জবনে। মনে যেবা […] keyboard_arrow_right
  • ও মোর জীবনসরবস ধন
    ও মোর জীবন- সরবস ধন সোণার নিমাই-চান্দ। আধ তিল খণ ও চান্দবদন না দেখি পরাণ কান্দ।। অরুণকিরণ হৈল পরসন্ন উঠহিই শয়ন সনে। বাহির হইয়া মুখ পাখালিয়া মিলহ সঙ্গিয়াগণে।। গদগদ কথা কহে শচী মাতা হাত বুলাইয়া গায়। শুনি গৌরহরি আলস সম্বরি উঠিয়া দেখয়ে মায়।। পাখালি বদন করিলা গমন সব সহচর সঙ্গে। জগন্নাথ দাস চিরদিন আশ দেখিবে […] keyboard_arrow_right
  • গৌর কিশোর পুরুব রসে গরগর
    গৌর কিশোর পুরুব রসে গরগর মনে ভেল গোঠবিহার। দাম শ্রীদাম সুবল বলি ডাকই নয়নে গলয়ে জলধার।। বেত্র বিষাণ বেণু লেই সাজহ যায়ব ভাণ্ডি সমীপ। গৌরীদাস সাজ করি তৈখনে গৌর নিকট উপনীত।। ভাইয়্যা অভিরাম বদন ঘন বাওই নূপুর চরণহি দেল। নিত্যানন্দ চন্দ্র পহুঁ আগুসরি ধবলি ধবলি ধনি কেল।। নদিয়ানগরলোক সব ধাওত হেরইতে গৌরক রঙ্গ। দাস জগন্নাথ […] keyboard_arrow_right
  • চিতে উলসিত বড়ি লাজে কেহু নাহি চড়ি
    চিতে উলসিত বড়ি লাজে কেহু নাহি চড়ি কানাই নাখানি পাতি রহে। উছর দেখিয়া বেলি বড়াই পাড়িছে গালি রাধার সে গায়ে নাহি সহে।। বিনোদিনী পহিলে আপনে চাপে নায়। তলে তার বিছানা আনি কমলদলের শ্রেণী গুড়া ধরি বৈসে গিয়ে তায়।।ধ্রু।। পসরা বামেতে আনি ডাহিনে ঘুমটা টানি বসিল কানুরে করি পীঠ। ঝলমল করে গায় সোণার নূপুর পায় ঐছন […] keyboard_arrow_right
  • দেখ সখি ঝূলত যুগল কিশোর
    দেখ সখি ঝূলত যুগল কিশোর। নীলমণি জড়ায়ল কাঞ্চন জোড়।। ললিতা বিশাখা সখী ঝুলায়ত সুখে। আনন্দে মগন হেরি দোহেঁ দোঁহা-মুখে।। গরজত গগনে সঘনে ঘন ঘোর। রঙ্গিণি সঙ্গিনি ঘুরত চৌ ওর।। বিবিধ কুসুমে সভে রচিয়া হিন্দোলা। দোলায় যুগল সখী আনন্দে বিভোলা।। ঝুলাওত সখীগণ করতালি দিয়া। সুবদনী কহে পাছে গিরয়ে বন্ধুয়া।। বিগলিত দুকূল উদিত স্বেদবিন্দু। অমিয়া ঝরয়ে যেন […] keyboard_arrow_right
  • নৌকা খানি মোর অতি জর জর
    নৌকা খানি মোর অতি জর জর বুঝিয়া চাপিতে হয়। শুন সভে কই দুই জন বই তিন জন নাহি সয়।। আগে কে চাপিবে চাপ আসি। নিতম্বমণ্ডল পীন পয়োধর দেখি বড় ভয় বাসি।।ধ্রু।। আমি জানি আগে তোমরা সকলে কাতরা অতি কৃপণা। দেহ আলিঙ্গন মুখমধুপান নাহি চাহি রূপাসোণা।। নন্দের কুমার কি নাহি আমার মণিকে বাসিয়ে কড়া। জগন্নাথ বোলে […] keyboard_arrow_right
  • ফাল্গুন পূর্ণিমা তিথি সুভগ সকলি
    ফাল্গুন পূর্ণিমা তিথি সুভগ সকলি। জনম লভিবে গোরা পড়ে হুলাহুলি।। অম্বরে অমর সভে ভেল উনমুখ। লভিবে জনম গোরা যাবে সব দুখ।। শঙ্খ দুন্দুভি বাজে পরম হরিষে। জয়-ধ্বনি সুরকুল কুসুম বরিষে।। জগ ভরি হরিধ্বনি উঠে ঘন ঘন। আবালবনিতা আদি নরনারীগণ।। শুভক্ষণ জানি গোরা জনম লভিল। পূর্ণিমার চন্দ্র যেন উদয় করিল।। সেই কালে চন্দ্রে রাহু করিল গ্রহণ। […] keyboard_arrow_right
  • বড়াই হোর দেখ রঙ্গ চায়্যা
    বড়াই হোর দেখ রঙ্গ চায়্যা। কোথা হৈতে আসি দিল দরশন এহেন সুন্দর ন্যায়্যা।।ধ্রু।। না খানি সাজান রজত-কাঞ্চনে বাজত কিঙ্কিণীজাল। শোভিয়াছে তাথে রাঙ্গা দুটি হাথে মণিবান্ধা কোরোয়াল।। লাল নীল ফালি শিরে ঝলমলি কদম্ব কলিকা কানে। জঠরবসনে বাঁশীটি বান্ধ্যাছে শোভে নানা আভরণে।। হাসিতে হাসিতে গীত আলাপিছে ফিরাইছে রাঙ্গা আঁখি। চাপাইয়া নায় কি জানি কি চায় চঞ্চল স্বভাব […] keyboard_arrow_right
  • বরজ রমণী স্তুতি শুনিয়া সে যদুপতি
    বরজ রমণী স্তুতি শুনিয়া সে যদুপতি দেখাইলা সে তরণীখানি। দেখিয়া পুরাণো তরি একে একে ব্রজনারী বোলে বুঝি হারাব পরাণি।। আমরা অবলা নারী তোমার পুরাণো তরি তাহে অতি গভীর যমুনা। তুমি তাহে কর্ণধার কেমনে হইব পার বুঝি সব মরণ মন্ত্রণা।। তরণী নূতন নয় দেখিয়া লাগয়ে ভয় ভাঙ্গা নায়ে ভরা দিতে নারি। এ কানে ও কানে বান […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ