…..বেসি নাগর ধরিয়া নারীর বেশ। অতি অদভুত আনন্দ-মগন করত রসের লেশ।। বিনোদিনী রাধা রসের অগাধা আাছিলা গৃহের কাজে। হেনক সময়ে মিলল দুজনে একেলা মন্দির-মাঝে।। নিজের মন্দিরে লইয়া রামারে সুধাই সরস বাণী। — “কেন বা আইলা কহ না সুন্দরি, কি হেতু ইহার শুনি।।” রাধা কহে –“শুন নবীন নাগরি, কোথাহ বসতি তোর। কাহার রমনী কুলের কামিনী কিহেতু […]
keyboard_arrow_right