(সুন্দরি কাহে কহসি কটুবাণী তোহারি চরণ ধরি শপতি করিয়ে কহি তুহুঁ বিনে আন নাহি জানি।।) ধ্রু।। তুয়া আশোয়াসে জাগি নিশি বঞ্চলুঁ তাহে ভেল অরুণ নয়ান। মৃগমদ বিন্দু অধরে কৈছে লাগল তাহে ভেল মলিন বয়ান।। তোহে বিমুখ দেখি ঝুরয়ে যুগল আঁখি বিদরয়ে পরাণ হামার। তুহুঁ যদি অভিমানে মোহে উপেখবি হাম কাঁহা যায়ব আর।। হামারি মরম তুহুঁ […]
keyboard_arrow_right