• পরশমণির সনে কি দিব তুলনা রে
    পরশমণির সনে কি দিব তুলনা রে পরশ ছোঁয়াইলে হয় সোনা। আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া রে পরশ হইল কত জনা।। শচীন নন্দন বনমালী। এ তিন ভুবনে যার তুলনা দিবার নাই, গোরা মোর পরাণপুতলি।।ধ্রু।। গৌরাঙ্গচাঁদের ছাঁদে চাঁদ কলঙ্কী রে, এমন হইতে নারে আর। অকলঙ্ক পূর্ণচন্দ্র উদয় নদীয়াপুরে, দূরে গেল মনের আঁধার।। এ গুণে সুরভি সুর- তরু […] keyboard_arrow_right
  • প্রভাত দেখিয়া চকিতা হইয়া
    প্রভাত দেখিয়া চকিতা হইয়া কহিতে লাগিল রাই। ওরে পঞ্চ-বাণ লহরে পরাণ ফিরি ঘরে যাব নাই।। মলয়-পবন বহ রে সঘন দেহ রে দারুণ বাধা। খলের পিরীতি রহিবে কিরিতি পরাণে মরিলে রাধা।। যমের বহিনী শুন মোর বাণী আর কেনে কর ক্ষেমা। দেহ-দাহ যাউ সুশীতল হউ তরঙ্গে সেচহ আমা।। কদম্ব-তরুয়া মালতি মরুয়া তোমরা রহিলে সাখী। শশি বলে সবে […] keyboard_arrow_right
  • প্রাণেশ্বর নিবেদন এই জন করে
    প্রাণেশ্বর নিবেদন এই জন করে। গোবিন্দ গোকুলচন্দ্র পরমানন্দ কন্দ গোপীকুলপ্রিয় দেহ মোরে।। ধ্রু।। তুয়া প্রিয়া পদসেবা এই ধন মোরে দিবা তুমি প্রভু করুণার নিধি। পরম মঙ্গল যশ শ্রবণ পরম রস কার কিবা কাজ নহে সিধি।। দারুণ সংসারে গতি বিষম বিষয়ে মতি তুয়া বিস্মরণ শেল বুকে। জর জর তনু মন অচেতন অনুক্ষণ জীয়ন্তে মরণ ভেল দুঃখে।। […] keyboard_arrow_right
  • প্রাতঃকালে নিত্যকৃত্য করি পৌর্ণমাসী
    প্রাতঃকালে নিত্যকৃত্য করি পৌর্ণমাসী। কৃষ্ণের জননীস্থানে মিলিলেন আসি।। তারে প্রণমিয়া রাণী আশিস লইলা। কৃষ্ণের শয়নঘরে গমন করিলা।। হেনকালে শ্রীদামাদি যত সখাগণে। উঠ কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি করয়ে অঙ্গনে।। বাৎসল্যে ব্যাকুল রাণী কহে মৃদু বাণী। উঠ পুত্র মুখপদ্ম দেখুক জননী।। বলরামের নীলবস্ত্র কেমনে পরিলা। গেরুয়ার দাগ ভালে কেমতে লাগিলা।। অসময়ে ফাগু অঙ্গে কেবা তোর দিল। হিয়ায় কণ্টকদাগ […] keyboard_arrow_right
  • প্রাননাথ কি বলিব তোরে
    প্রাননাথ কি বলিব তোরে। জাগিল গোকুলে লোক কেমনে যাব ঘরে।। তোমার পীতধটি আমারে দেহ পরি। উভ করি বাঁধ চূড়া আউলাইয়া কবরি।। কানের কুণ্ডল দেহ হাতের মুরলী। কোলেতে আনিয়া দেহ নবীন বাছুরি।। জ্ঞানদাস কহ কানাই পাসলি কর দূর। চরণে পরাও তুমি কনক নূপুর।। keyboard_arrow_right
  • বাল গোপাল রঙ্গে সমবয় সখা সঙ্গে
    বাল গোপাল রঙ্গে সমবয় সখা সঙ্গে হামাগুড়ি আঙ্গিনায় খেলায়। তেজিয়া মাখন সরে তুলিয়া কমলকরে মৃত্তিকা মনের সুখে খায়।। বলরাম তা দেখিয়া যশোদা নিকটে যায়্যা কহিলা ভাইয়ের এই কথা। শুনি তবে যশোমতী আইলা তুরিত গতি গোপাল খাইছে মাটি যথা।। মায় দেখি মাটি ফেলে না খাই না খাই বোলে আধ আধ বদন ঢুলায়। মুখ নিরখয়ে রাণী ধরিয়া […] keyboard_arrow_right
  • বাস জাগরণে নিকুঞ্জ ভবনে
    বাস জাগরণে নিকুঞ্জ ভবনে আউলায় অলস ভরে। সুতলি কিশোরী আপনা পাসরি পরাণনাথের কোরে।। সখি হের দেখসি যাবা। নিন্দ যায় ধনি ও চান্দবদনী শ্যাম অঙ্গে দিয়া পা।। জলদ বরণে অধিক শোভিছে রাইয়ের চরণখানি। এ তিন ভুবনে তুলনা নাহিক কোরে নব কামিনী।। নাগরের বাহু সিথান হয়্যাছে বিথার বসন ভূষা। নিশ্বাসে দুলিছে নাসার বেসর মুখে হাসি আছে মিশা।। […] keyboard_arrow_right
  • বৃন্দাদেবী সময় জানিয়া
    বৃন্দাদেবী সময় জানিয়া। পাখিগণে কহে সম্বোধিয়া।। হের দেখ নিশি বহি গেল। দশ দিশ অরুণিত ভেল।। নিজ নিজ সুমধুর স্বরে। জাগাও শ্রীরাধিকা শ্যামেরে।। বৃন্দাদেবীর আদেশ পাইয়া। সবে মিলি কহে সম্বোধিয়া।। ওহে শ্যাম ব্রজেন্দ্রনন্দন। মোরা কিছু করি নিবেদন।। সুবদনি কর অবধান। নিশি গেল হৈয়াছে বিহান।। জাগো জাগো যুগলকিশোর। অরুণ কিরণ হেরি ঘোর।। কুমুদিনী তেজি অলি ধায়। আর […] keyboard_arrow_right
  • বেশ বনাই বদন পুন হেরই
    বেশ বনাই বদন পুন হেরই পদে পড়ু বারহি বার। ঢর ঢর লোর চরকি পড়ু লোচনে নিজ তনু নহে আপনার।। সুন্দরি কোরে আগোরল কান। দেহ বিদায় মন্দিরে হাম যাওব দিনকর করত পরাণ।।ধ্রু।। কানুক চীত থীর করি সুন্দরি কুঞ্জহি বাহির ভেল। বসনহিঁ ঝাঁপি অঙ্গ মণিমঞ্জির নিজ মন্দিরে চলি গেল।। রতন শেজ পর বৈঠলি রসবতি সখিগণ ফুকরই চাই। […] keyboard_arrow_right
  • বেশ বনাই বদন পুন হেরইতে
    বেশ বনাই বদন পুন হেরইতে পদতলে পড়ি বারে বার। ঢর ঢর লোর ঢরকি পড়ু লোচনে নিজ তনু নহে আপনার।। বিনোদিনী কোরে অগোরল কান দেহ বিদায় মন্দিরে হাম যাওব হিমকর করত পয়ান। কানুক চিত থীর করি সুন্দরি কুঞ্জসি গমন কএল। বসনহি ঝাঁপি অঙ্গ মণি-মঞ্জির নিজ-মন্দিরে চলি গেল।। রতন-শেজ পর বৈঠল রসবতি সখিগণ ঘন মুখ চাই। রজনি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ