• বড়ি মাই কানু হেরি প্রাণ পোড়ে মোর
    বড়ি মাই কানু হেরি প্রাণ পোড়ে মোর। যমুনা পুলিন বনে দেখ্যাছি রাখাল সনে খেলা রসে হইয়াছিল ভোর।। বংশীবটের তল ছায়া অতি সুশীতল তাহাতে যাইতে না লয় মন। রবির কিরণে চান্দ মুখানি ঘামিয়াছিল ভোখে আঁখি অরুণ বরণ।। পীত ধড়ার অঞ্চল ঘামে তিতিয়াছিল ধূলায় ধূসর শ্যামকায়া। মোর মনে হেন লয় যদি নহে লোকভয় আঁচর ঝাঁপিয়া করোঁ ছায়া।। […] keyboard_arrow_right
  • বসিলা গৌরাঙ্গচাঁদ রত্নসিংহাসনে
    বসিলা গৌরাঙ্গচাঁঁদ রত্নসিংহাসনে। শ্রীবাস পণ্ডিত অঙ্গে লেপয়ে চন্দনে।। গদাধর দিন গলে মালতীর মালা। রূপের ছটায় দশদিক্ হৈল আলা।। বহু উপহার যত মিষ্টান্ন পক্কান্ন। নিত্যানন্দ সহ বসি করিলা ভোজন।। তাম্বূল ভক্ষণ করি বসিলা আসনে। শচীদেবী আইলেন মালিনীর সনে।। পঞ্চদীপ জ্বালি তেহঁ আরতি করিলা। নীরাজন করি শিরে ধান্য দূর্ব্বা দিলা।। ভক্তগণ করে সবে পুষ্প বরিষণ। অদ্বৈত আচার্য্য […] keyboard_arrow_right
  • বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী
    বাদীয়ার বেশ ধরি বেড়ায় সে বাড়ী বাড়ী। উত্তরিলা ভানুর মহলে । খুলি হাঁড়ীর ঢাকুনি বাহির করে সাপিনী এক সাপ লইলেক গলে।। বিষহরি বলি দেয় কর। শুনিয়া যতেক বালা দেখিতে আইল খেলা খেলাইছে মাল পুরন্দর।। সাপিনীরে দেয় থাবা নাগিনী যে হয় কোপা দম্ভ করি উঠে ধরি ফণা। অঙ্গুলি মুড়িয়া যায় সাপিনী দেখিতে পায় ছুঁয়ে যায় বাদীয়ার […] keyboard_arrow_right
  • বাধা না মানয়ে ঝরয়ে নয়ান
    বাধা না মানয়ে ঝরয়ে নয়ান। কৈছে করত হিয়া কহন না জান।। তুহুঁ পুন কি করবি গুপতহি রাখি। তনু মন দুহুঁ মুঝে দেওত সাখী।। অবহুঁ যো গোপসি কি কহব তোয়। বজর কি বারণ করতলে হোয়।। পাওলুঁ রে সখি মৌনকি ওর। পিয়া পরদেশে চলব মুঝে ছোড়।। সময় সমাপন কী ফল আর। প্রেমক সমুচিত অবহি বিচার।। গমন সময়ে […] keyboard_arrow_right
  • বান্ধিয়া চিকণ চূড়া বনফুল তাহে বেড়া
    বান্ধিয়া চিকণ চূড়া বনফুল তাহে বেড়া গুঞ্জামালা তাহে বল সোনা। গোঠে থাক ধেনু রাখ আপনা নাহিক দেখ বড় হেন বাসহ আপনা।। অহে কানাই বিষয় পাইয়া হৈলা ভোরা। আঁখি মটকিয়া হাস আপনা কেমন বাস আন হেন নহিয়ে আমরা।।ধ্রু।। গায়ের গরবে তুমি চলিতে না পায় জানি রাজপথে কর পরিহাস। রাজভয় নাহি মান কংস দরবার জান দেখি কেনে […] keyboard_arrow_right
  • বিনোদিনি মুঞি বড় উদার দানী
    বিনোদিনি মুঞি বড় উদার দানী। সকল ছাড়িয়া বিষয় লৈয়াছি তোমার মহিমা শুনি ।। হেমবরণ মণি আভরণ সদাই নয়নে দেখি। পাসরিতে নারি হিয়ায় রাখিয়া পালটিতে নারি আঁখি।। তুমি সে পরাণ সরবস ধন এ দুই নয়ানের তারা। এত কলাবতী গোকুলে বসতি কারো নহে হেন ধারা।। না জানি কি গুণে হিয়ার মাঝারে পশিয়া করহ বাস। অপরূপ নহে এমতি […] keyboard_arrow_right
  • বিনোদিনী মো বড় উদার দানী
    বিনোদিনী মো বড় উদার দানী। সকল ছাড়িয়া দানী হইয়াছি তোমার মহিমা শুনি।। খঞ্জন নয়ন অঞ্জনে রঞ্জিত তাহে কটাক্ষের বাণ। নাসিকা উপরে অমূল্য মুকুতা উহার অধিক দান।। অলকা উপরে কুটিল কবরী তাহে চন্দনের রেখা। পরশ দাপনি জিনি মুখখানি কে করে দানের লেখা।। পীন পয়োধর সুমেরু শিখর তাহে মুকুতার হারে। রতন অধিক যতন করিয়া কি ধন লৈয়াছ […] keyboard_arrow_right
  • বিরলে নিতাই পাঞা হাতে ধরি বসাইয়া
    বিরলে নিতাই পাঞা হাতে ধরি বসাইয়া মধুর কথা কন ধীরে ধীরে। জীবেরে সদয় হৈয়া হরিনাম লওয়াও গিয়া যাও নিতাই সুরধুনীতীরে।। নামপ্রেম বিতরিতে অদ্বৈতের হুঙ্কারেতে অবতীর্ণ হইনু ধরায়। তারিতে কলির জীব করিতে তাদের শিব তুমি মোর প্রধান সহায়।। নীলাচল উদ্ধারিয়া গোবিন্দেরে সঙ্গে লৈয়া দক্ষিণদেশেতে যাব আমি। শ্রীগৌড়মণ্ডল ভার করিতে নাম প্রচার ত্বরা নিতাই যাও তথা তুমি।। […] keyboard_arrow_right
  • বিরলে বসিয়া একেশ্বরে
    বিরলে বসিয়া একেশ্বরে। হরিনাম জপে নিরন্তরে।। সব অবতারশিরোমণি। অকিঞ্চন জনের চিন্তামণি।। সুগন্ধি চন্দন মাখা গায়। (এবে) ধূলি বিনু আন নাহি ভায়।। মণিময় রতন ভূষণ। স্বপনে না করে পরশন।। ছাড়ল লখিমী বিলাস। কিবা লাগি তরুতলে বাস।। ছোড়ল মোহন করে বাঁশী। এবে দণ্ড ধরিয়া সন্ন্যাসী।। বিভূতি করিয়া প্রেমধন। সঙ্গে লই সব অকিঞ্চন।। প্রেমজলে করই সিনান। কহে বাসু […] keyboard_arrow_right
  • বৃকভানুপুরে গিয়া কুতূহলে
    বৃকভানুপুরে গিয়া কুতূহলে সুবল এ চারি-জনে। রাজার দুয়ারে এ গান বাজন করেন আনন্দ মনে।। কেহ গায় অতি কেহ বায় তথি আনন্দ কৌতুক মনে। বৃকভানুরাজা শুনি সুললিত অতি সে মধুর গানে।। রাজা কহে– “কোন্‌ গুণীর গমন জান একজন দ্বারে। নেহত খবর আনত গোচর” ভেজিয়া দিল সে চরে।। গিয়া একজন বুঝল কারণ — কেন বা আইলে তোরা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ