বৃকভানুপুরে গিয়া কুতূহলে
সুবল এ চারি-জনে।
রাজার দুয়ারে এ গান বাজন
করেন আনন্দ মনে।।
কেহ গায় অতি কেহ বায় তথি
আনন্দ কৌতুক মনে।
বৃকভানুরাজা শুনি সুললিত
অতি সে মধুর গানে।।
রাজা কহে– “কোন্‌ গুণীর গমন
জান একজন দ্বারে।
নেহত খবর আনত গোচর”
ভেজিয়া দিল সে চরে।।
গিয়া একজন বুঝল কারণ —
কেন বা আইলে তোরা।
কোন দেশে ঘর কহত সত্বর
কি বটে তোদের ধারা।।
রাজা বৃকভানু পাঠাইল পুনু
লইতে তোদের তরে।
‘কোন জন মোর দুয়ারে প্রবেশি
গায়ন বাজন করে” ‘?
কহে বাজিকর– “শুনহ উত্তর
বিদেশে মোদের ঘর।
গুণিজন হই আইনু হেথায়
লহ আমাদের সব।।
এই সে লালসে হইল মানসে
আইল পঞ্চম বালা।
রাজার গোচর” কহে বাজিকর—
“দেখাব বাজির খেলা।।
কিছু গুণগ্রাম করিব সন্ধান
খেলিতে বাজির খেলা।
এই সে কারণে আইল যতনে
এ পঞ্চ করিয়া মেলা।।”
“ভাল ভাল”–বলি আইল সে চর
কহিল রাজার পাশে ।
চণ্ডীদাস কহে — শুন মহারাজ,
বড় গুণিজন সে।।