• আলসে অরুণ আঁখি কহ গৌরাঙ্গ এ কি দেখি
    আলসে অরুণ আঁখি কহ গৌরাঙ্গ এ কি দেখি রজনী বঞ্চিলে কোন্‌ স্থানে। বদনসরসীরুহ মলিন যে হইয়াছে সারা নিশি করি জাগরণে।। তুয়া সনে কিসের পিরীতি। এমন সোনার দেহ পরশ করিল কেহ ন জানি সে কেমন রসবতী ।।ধ্রু।। নদীয়া নাগরী সনে রসিক হৈয়াছে ওহে অবহি কি পার ছাড়িবারে। সুরধুনীতীরে গিয়া মার্জ্জন করহ হিয়া তবে সে আসিতে দিব […] keyboard_arrow_right
  • বসিলা গৌরাঙ্গচাঁদ রত্নসিংহাসনে
    বসিলা গৌরাঙ্গচাঁঁদ রত্নসিংহাসনে। শ্রীবাস পণ্ডিত অঙ্গে লেপয়ে চন্দনে।। গদাধর দিন গলে মালতীর মালা। রূপের ছটায় দশদিক্ হৈল আলা।। বহু উপহার যত মিষ্টান্ন পক্কান্ন। নিত্যানন্দ সহ বসি করিলা ভোজন।। তাম্বূল ভক্ষণ করি বসিলা আসনে। শচীদেবী আইলেন মালিনীর সনে।। পঞ্চদীপ জ্বালি তেহঁ আরতি করিলা। নীরাজন করি শিরে ধান্য দূর্ব্বা দিলা।। ভক্তগণ করে সবে পুষ্প বরিষণ। অদ্বৈত আচার্য্য […] keyboard_arrow_right
  • ভাবাবেশে গৌরকিশোর
    ভাবাবেশে গৌরকিশোর। স্বরূপের মুখে শুনি মান লীলা দ্বিজমণি ভাবিনীর ভাবেতে বিভোর।।ধ্রু।। মুখে বলে রাধাকুণ্ড নাচে তুলি ভুজদণ্ড প্রেমধারা বহে দুনয়নে। না বুঝি ভাবের গতি ধীরে ধীরে করে গতি গজরাজ জিনিয়া গমনে।। যাইয়া সাগরতটে বসি জলসন্নিকটে ভাবনা করয়ে মনে মনে। যে ভাবতরঙ্গ হেরি কিছুই বুঝিতে নারি রহিয়াছে হেঁট শ্রীবদনে।। বাসুদেব ঘোষ ভণে অনুভব যার মনে রসিকে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ