চৌদিকে মহান্ত মেলি করয়ে কীর্ত্তন কেলি সাত সম্প্রদায় গায় গীত। বাজে চতুর্দ্দশ খোল গগন ভেদিল রোল দেখি জগন্নাথ আনন্দিত।। উনমত নিত্যানন্দ আচার্য্য অদ্বৈতচন্দ্র পণ্ডিত শ্রীবাস হরিদাস। এ সভারে সঙ্গে করি মাঝে নাচে গৌরহরি ভকতমণ্ডল চারিপাশ।। হরি হরি বোল বলে পদভরে মহী দোলে নয়ানে বহয়ে জলধার। প্রেমের তরঙ্গরঙ্গ সুমেরু জিনিয়া অঙ্গ তাহে অষ্ট সাত্ত্বিক বিকার।। ভাবাবেশে […]
keyboard_arrow_right