• আজু কেন গোরাচাঁদের বিরস বয়ান
    আজু কেন গোরাচাঁদের বিরস বয়ান। কে আইল কে আইল করি ঝরয়ে নয়ান।। চৌদিকে ভকতগণ কাঁদি অচেতন। গৌরাঙ্গ এমন কেনে না বুঝি কারণ।। সে মুখ চাইতে হিয়া কেমন জানি করে। কত সুরধুনীধারা আঁখিযুগে ঝরে।। হরি হরি বলি গোরা ছাড়য়ে নিশ্বাস। শিরে কর হানে বাসু গদগদ ভাষ।। keyboard_arrow_right
  • চৌদিকে মহান্ত মেলি করয়ে কীর্ত্তন কেলি
    চৌদিকে মহান্ত মেলি করয়ে কীর্ত্তন কেলি সাত সম্প্রদায় গায় গীত। বাজে চতুর্দ্দশ খোল গগন ভেদিল রোল দেখি জগন্নাথ আনন্দিত।। উনমত নিত্যানন্দ আচার্য্য অদ্বৈতচন্দ্র পণ্ডিত শ্রীবাস হরিদাস। এ সভারে সঙ্গে করি মাঝে নাচে গৌরহরি ভকতমণ্ডল চারিপাশ।। হরি হরি বোল বলে পদভরে মহী দোলে নয়ানে বহয়ে জলধার। প্রেমের তরঙ্গরঙ্গ সুমেরু জিনিয়া অঙ্গ তাহে অষ্ট সাত্ত্বিক বিকার।। ভাবাবেশে […] keyboard_arrow_right
  • নিন্দিত-শশধর-নিরুপম-নখরং
    নিন্দিত-শশধর-নিরুপম-নখরং। হৃদ্‌গততিমির-বিনাশকশিখরং।। বন্দে রাধামাধবচরণং। ভক্ত জনানাং কেবলশরণং।। পরমানন্দকমতিশয় ললিতং। ব্রজযুবতীকুলনন্দিতচরিতং।। অহমতি পামরপাপবিশিষ্টঃ। রাধামোহন সংজ্ঞক দুষ্টঃ।। keyboard_arrow_right
  • লাখবাণ কনক কষিল কলেবর
    লাখবাণ কনক কষিল কলেবর। মোহন কিবা সে রূপ সুমেরুশিখর।। ভুবনমোহন কিয়ে নয়ানসন্ধান। অলখে রমণী মনে করয়ে বন্ধান।। দেখ রে মাই সুন্দর শচিনন্দন। আজানুলম্বিত ভুজ বাহু সুবলন।।ধ্রু।। ময়মত্ত হাতি ভাতি চরণ চলনা। মালতীর মালা গোরাঅঙ্গেতে দোলনা ।। শরদ ইন্দু জিনি সুন্দর বয়না। প্রেম আনন্দে পরিপূরিত নয়না।। পদ দুই চারি চলত ডগমগিয়া। থির নাহি বান্ধে পড়ত পুহঁ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ