লাখবাণ কনক কষিল কলেবর।
মোহন কিবা সে রূপ সুমেরুশিখর।।
ভুবনমোহন কিয়ে নয়ানসন্ধান।
অলখে রমণী মনে করয়ে বন্ধান।।
দেখ রে মাই সুন্দর শচিনন্দন।
আজানুলম্বিত ভুজ বাহু সুবলন।।ধ্রু।।
ময়মত্ত হাতি ভাতি চরণ চলনা।
মালতীর মালা গোরাঅঙ্গেতে দোলনা ।।
শরদ ইন্দু জিনি সুন্দর বয়না।
প্রেম আনন্দে পরিপূরিত নয়না।।
পদ দুই চারি চলত ডগমগিয়া।
থির নাহি বান্ধে পড়ত পুহঁ ঢলিয়া।।
গোবিন্দদাস কহে গোরা বড় রঙ্গিয়া।
বলিহারি যাঙ মুঞি সঙ্গের অনুসঙ্গিয়া।।