• রাই, তুরিতে শ্যামেরে দেখ গিয়া
    “রাই, তুরিতে শ্যামেরে দেখ গিয়া। যেন মরকত মণি ধূলায় লোটায়া।। কোথা না পড়িল চূড়া মালতীর মালা। কোথা না পড়িল সেই নূপুর বলয়া।। কোথা না পড়িল পীত ধড়ার অঞ্চল। কোথা না পড়িল নব মুঞ্জরীর দল।। নিকুঞ্জে পড়িয়া অঙ্গ ধূলায় ধূসর। রাধা রাধা বলি কান্দে উচ্চস্বর।। মধুর মুরলী যার অতি প্রিয়া সুধা। সে কোথা পড়ল তার নাহিক […] keyboard_arrow_right
  • রাই, তোমার মহিমা বড়ি
    “রাই, তোমার মহিমা বড়ি । গোলোক তেজিয়া রহিতে নারিয়া আইলুঁ তথাই ছাড়ি।। রসতত্ত্বখানি আন অবতারে বুঝিতে নারিয়াছি। তাহার কারণে নন্দের ভবনে জনম লভিয়াছি।। * বর্ণ বর্ণ ভেদ রস চারি বেদ ভেদ আছে নয় রস। চারু সে পল্লব ছয় ছয় গুণ ইহা কি আনের বশ।। নবর্ত্তক রতি আঠার প্রকার পাঁচ গুণ তার হয় । তর তম […] keyboard_arrow_right
  • রাই, বড় সে দেখিল বিপরীত
    “রাই, বড় সে দেখিল বিপরীত। সে নব নাগর কান তোমার কেবল মন দেখিল সদয় অতি চিত।। বিরহ-বেদন-শরে ভেল তনু জরে জরে আন কহিতে নাহি আন। শুনিতে তোমার রীত পুলক মানয়ে চিত লোরে আঁখি হরল গেয়ান।। শ্রবণ পরশি শুনে তোমার মাধুরী-গুণে মোহিত হইল কলেবর। কেবল তোমার নাম নিরবধি জপে শ্যাম কাঁপে দুটি অধর সুন্দর।।” শুনিয়া সখীর […] keyboard_arrow_right
  • রাধা বলে শুন আমার বচন
    রাধা বলে শুন আমার বচন করহ কিছুই গান। তোমার বীণাটি অপরূপ বাজে আর কিছু শুনি তান।। গাও গাও রামা মধুর বচন শুনিতে বড়ই সুখ। কোথা না শুনিল হেনক বাজন দূরে যায় অতি দুখ।। নবরামা শুন কোথা তোর ঘর কেমনে আইলা তুমি। কিবা তোর নাম বলহ আমারে অতি মধুরস বাণী।। বসতি গোকুলে আমরা গোয়ালে মোর নাম […] keyboard_arrow_right
  • রাধা বলে–শুন আমার বচন
    রাধা বলে–“শুন আমার বচন করহ কিছুই গান। তোমার বীণাটি অপরূপ বাজে আর কিছু শুনি তান।। গাও গাও রামা মধুর বচন শুনিতে বড়ই সুখ। কোথা না শুনিল হেনক বাজন দূরে যায় অতি দুঃখ।। নবরামা শুন কোথা তোর ঘর কেমনে আইলা তুমি। কিবা তোর নাম বলহ আমারে অতি মধুরস বাণী।।” “বসতি গোকুলে আমরা গোয়ালে মোর নাম বটে […] keyboard_arrow_right
  • রাধা বিনে আর আন নাহি ভায়
    “রাধা বিনে আর আন নাহি ভায় দেখি সে রাধার রূপ। আনন্দ-লহরী উঠে কত বেরি অমিয়া-রসের কূপ।। তোমার বদন অতি সুশোভন মদন মোহিত জানি। দেখিয়া জুয়ায় চপল পরাণ সফল করিয়ামানি।। তোমা হেন ধনে থোব কোন খানে শুনহ সুন্দরী রাই। নিশি দিশি তোমা ধিয়াই অন্তরে আন কিছু মনে নাই।। শয়নে নিশিতে ঘুমাই যখন স্বপনে তোমারে দেখি। নিদ্রা […] keyboard_arrow_right
  • রাধা বিনে আর আন নাহি ভায়
    রাধা বিনে আর আন নাহি ভায় দেখি সে রাধার রূপ। আনন্দ-লহরী উঠে কত বেরি অমিয়া রসের কূপ।। তবে সে জুড়ায় দেখিয়া বরণ মদন মোহিত মানি। তবে সে জুড়ায়ে চপল পরাণ সফল করিয়া জানি।। তোমা হেন ধন থোব কোনখানে শুনহ সুন্দরী রাই। নিশি দিশি তোমা ধিয়াই অন্তরে আন কিছু মনে নাই।। স্বপনে নিশিতে ঘুমাই যখন তোমারে […] keyboard_arrow_right
  • রাধার আবেশে গমন মন্থর
    রাধার আবেশে গমন মন্থর চলিল আবেশ হৈয়া। শ্যাম-মন্ত্র-মালা জপিতে জপিতে প্রবেশ করল গিয়া।। উপবন-মাঝে প্রবেশ করিল সুখময়ী ধনী রাই। প্রেম-রস-ভরে আধ আধ বোল কহিছে সঘনে তাই।। এক সখী গিয়া সেখানে যাইয়া কহিছে রাধার পাশে।– “কি আর বিলম্ব করিছ তোমরা চলহ তুরিত বেশে।। নাগর-শেখর একলা আছয়ে চলহ তুরিত করি।” গিয়া বৃন্দাবনে দিল দরশন চণ্ডীদাস কহে ভালি।। keyboard_arrow_right
  • রাধার আরতি পীরিতি দেখিয়া
    রাধার আরতি পীরিতি দেখিয়া কহেন কোন বা সখি।– “আজি সে তোমারে মিলব সুদিন কমল-নয়ান আঁখি।।” প্রেম-অশ্রুজলে আঁখি ঢল ঢল হৃদয়ে পুলক মানি। প্রেমের হুতাশে কহিছে নিকশে কহেন রমণী ধনী।। “কেমনে এ বনে যাইব সঘনে পাছে কোন দশা হয়। এই দুঃখ উঠে মরম-বেদন মোর মনে হেন লয়।। শ্যাম হেন ধন অমূল্য রতন হৃদয়ে পরিয়াছি। এ দেহ […] keyboard_arrow_right
  • রাধার আবেশে গমন মন্থর
    রাধার আবেশে গমন মন্থর চলিলা আবেশ হৈয়া। শ্যাম-মন্ত্রমালা জপিতে জপিতে প্রবেশ করিল গিয়া।। উপবন মাঝে প্রবেশ করিল সুখমই ধনী রাই। প্রেমরস-ভরে আধ আধ বোল সঘনে কহিছে তাই।। এক সখী গিয়া সেখানে যাইয়া কহিছে রাধার কাছে। কি আর বিলম্ব করিছ তোমরা চলহ তূরিত বেশে।। নাগর শেখর একলা আছয়ে চলহ তুরিত করি। গিয়া বৃন্দাবনে দিলা দরশন চণ্ডীদাস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ