• শুন, নন্দঘোষ, আমার বচন
    “শুন, নন্দঘোষ, আমার বচন জ্বালহ আনল ভালি। তাহে প্রবেশিব যশোদা রোহিণী দেহ-ত আনল জ্বালি।।” কেহ বলে–“যদি কৃষ্ণ নাহি এলা বিসরি রহল গেহা। কি ছার জীবন কিসের কারণ এখনি তেজিব দেহা।। যাহার লাগিয়া এ ঘর-করণ সেই সে রহল দূরে। নয়নের তারা পরাণ দোসর বাঁচিব কাহার তরে।।” কান্দে নন্দঘোষ যশোদা রোহিণী সঙ্গের বালক যত। পুরবাসিগণ যত গোয়ালিনী […] keyboard_arrow_right
  • শুনহে বলাই দাদা
    “শুনহে বলাই দাদা। আজি বন-ভোজনে কি হইল কাননে সকল হইল বাধা।। এমন কে জানে না শুনি শ্রবণে শাঙলী ধবলী হারা !” এ বোল বলিতে হেদে আচম্বিতে যুগল নয়নে ধারা।। “কি বলিব কায় যশোমতী মায় হারাল শাঙলী গাই। মোরে কি বলিবে এ মন্দ কহিবে সেই যশোমতী মাই।।” বলিছে রাখাল– “শুনহে গোপাল, আমরা কহিব গিয়া। আচম্বিতে গাই […] keyboard_arrow_right
  • সই হেরনা দেখহসিয়া
    সই হেরনা দেখহসিয়া। আমার নাগর রসের সাগর করেতে মুরলী লয়া।। ঐ যায় কানু রাম বাম পাশে সুবলের কর ধরি। রাই সুনাগরী মরম সখীরে দেখান অঙ্গুলি ঠারি।। বিনোদ চূড়াটি ঝলমল করে বেড়িয়া কুসুমদাম। তার মাঝে মাঝে মুকুতা দু’সারি সাজে অতি অনুপাম।। ময়ূর শিখণ্ড বিনি বায়ে হেদে হেলন দোলন করে। তা দেখে মো মেন নয়ন চকোর পিতে […] keyboard_arrow_right
  • সই, হের রূপ দেখ সিয়া
    “সই, হের রূপ দেখ সিয়া। আমার নাগর রসের সাগর করেতে মুরলী লয়া।। ঐ যায় কানু রাম-বামপাশে সুবলে করে ধরি।” রাই সে নাগরে মরম সখীরে দেখায় অঙ্গুলি ঠারি।। “বিনোদ চূড়াটি ঝলমল করে বেড়িয়া কুসুমদাম। তার মাঝে মাঝে মুকুতা দু’সারি সাজে অতি অনুপাম।। ময়ূর-শিখণ্ড বিনি বায়ে উড়ে হেলন দোলন করে। দেখি মোর মন নয়ন-চকোর পিতে চাহে সুধাকরে।। […] keyboard_arrow_right
  • সকল রাখাল ভোজন করিতে
    সকল রাখাল ভোজন করিতে হল অবসান বেলি। নিজ গৃহ যেতে ধেনুর সহিতে দিয়া উঠে জয়তালি।। হেন কালে কানু মনে পড়ে ধেনু শাঙলী ধবলী কোথা। ভোজন বিশেষ করি অভিলাষ লইয়া চলিল তথা।। সেখানে না দেখি শাঙলী ধবলী কোথা গেলা দুটি গাই। এখানে আছিল কোথা তারা গেল শুনহে রাখাল ভাই।। আয় আয় আয় ডাকে যদুরায় অঞ্জলি ভরিয়া […] keyboard_arrow_right
  • সকল রাখাল ভোজন করিতে
    সকল রাখাল ভোজন করিতে হল অবসান বেলি। নিজগৃহ যেতে ধেনুর সহিতে দিয়া উঠে জয়তালি।। হেন কালে কানু মনে পড়ে ধেনু শাঙলী ধবলী কোথা। ভোজন বিশেষ করি অভিলাষ লইয়া চলিল তথা। সেখানে না দেখি শাঙলী ধবলী- “কোথা গেল দু’টি গাই। এখানে আছিল, কোথা তা’রা গেল, শুনহে রাখাল ভাই।।” “আয়, আয়, আয়”- ডাকে যদুরায় অঞ্জলি ভরিয়া দুটি। […] keyboard_arrow_right
  • সোনার বরণখানি মলিন হয়াছ তুমি
    “সোনার বরণখানি মলিন হয়াছ তুমি হেলিয়া পড়িছে যেন লতা। অধর বান্ধুলী তোর নয়ান চাতক মোর মলিন হইল তার পাতা।। সরুয়া বসন তায় ঘামেতে ভিজিল গায় চরণে চলিতে নার পথে। উতাপিত রেণু তায় কত না পুড়িছে পায় পশরা সাজিলে তায় মাথে।। রাখহ পশরাখানি নিকটে বৈঠহ ধনি শীতল চামরে করি বায় শিরীষ কুসুম জিনি সুকোমল তনুখানি মুখে […] keyboard_arrow_right
  • হেদে হে নাগর, চতুর-শেখর,
    “হেদে হে নাগর, চতুর-শেখর, সবারে করিবে পার। যাহা চাহ দিব ওপার হইলে তোমার শুধিব ধার।। মনে না ভাবিহ তোমার মজুরী যে হয় উচিত দিয়ে । তবে সে গোপিনী যত গোয়ালিনী যাব ত ওপার হয়ে।।” হাসি কহে কানু করে লয়ে বেণু– “শুনহ সুন্দরি রাধা। তোমা পার করি দিতে সে আমার তিলেক নাহিক বাধা।। তবে করি পার […] keyboard_arrow_right
  • হেদেহে নাগর চতুর শেখর
    “হেদেহে নাগর চতুর শেখর সবারে করিবে পার। যাহা চাহ দিব ও পার হইলে তোমার শুধিব ধার।। মনে না ভাবিহ তোমার মজুরী যে হয় উচিত দিয়ে। তবে সে গোপিনী যত গোয়ালিনী যাবত ও পার হয়ে।।” হাসি কহে কানু করে লয়ে বেণু “শুনহ সুন্দরী রাধা। তোমা পার করি দিতে সে আমার তিলেক নাহিক বাধা। তবে করি পার […] keyboard_arrow_right
  • 1
  • 6
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ