অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিখয়ে চৈতন্যমেঘে। ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুখন প্রেমজল মাগে।। ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের জনম তথি সেই মেঘে করল বাদর। উচা নীচ যত ছিল প্রেমজলে ভাসাওল গোরা বড় দয়ার সাগর।। জীবেরে করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র হাতে হাতে প্রেমের অঞ্জলি। অধম দুঃখিত যত তারা হৈল ভাগবত বাঢ়িল গৌরাঙ্গঠাকুরালি।। জগাই […]
keyboard_arrow_right