আরে আমার মন যেন আজ কেমন করে–না দেখলে তারে, এই না দেখিয়ে ছিলাম ভাল–কেন বা আইসে দেখা দিল, দেখা দিয়ে চলে যায়–পাগল কইরা আমারে। সে কালা মোর চতুর আলী ও আবার ননীচোরা বনমালী–রসিক নাম ধরে। সে যে বাজায় মোহন বাঁশী–রাধার স্বরে গান করে। শুনেছি তার মধুর বচন, ভঙ্গি বাঁকা দুইটি নয়ন–মন নিছে হইরে। লালন কয়, […]
keyboard_arrow_right