• আল সই প্রেম আনলে দহে হৃদেতে
    আল সই প্রেম আনলে দহে হৃদেতে। রৈয়া রৈয়া জ্বলে চিত্ত নারি সহিতে। যে প্রেম করিয়াছে সে বুঝেছে পিরীতি বিষম জ্বালা। প্রেম জ্বালায় শরীর বিষম কালা এই শ্রধা মনেতে আমার, শ্যাম সনে মনের বাঞ্ছা পূরাই বারে বার। রাধাপ্যারী কান্দ্যা মরি লুটাইছে প্রেমের ভরা। আর নাআসে ননী-চোর ভোমরা। শ্রীকমর আলি কহে শুন শ্রীনন্দের কানাই, কুল কামিনীএ আকুল […] keyboard_arrow_right
  • আল সজনি তরু অবলম্বনে কে
    আল সজনি তরু অবলম্বনে কে। ধু শ্যামরূপ দেখিয়া প্রাণি বিদারল ত্রিভঙ্গ ভঙ্গিমা শেল হানিছে মজাইতে কুলে ভণে আলাওলে মরমে সাধ হৈছে।। keyboard_arrow_right
  • আলসে অরুণ আঁখি কহ গৌরাঙ্গ এ কি দেখি
    আলসে অরুণ আঁখি কহ গৌরাঙ্গ এ কি দেখি রজনী বঞ্চিলে কোন্‌ স্থানে। বদনসরসীরুহ মলিন যে হইয়াছে সারা নিশি করি জাগরণে।। তুয়া সনে কিসের পিরীতি। এমন সোনার দেহ পরশ করিল কেহ ন জানি সে কেমন রসবতী ।।ধ্রু।। নদীয়া নাগরী সনে রসিক হৈয়াছে ওহে অবহি কি পার ছাড়িবারে। সুরধুনীতীরে গিয়া মার্জ্জন করহ হিয়া তবে সে আসিতে দিব […] keyboard_arrow_right
  • আলসে শুতল দোঁহে মদন শয়ানে
    আলসে শুতল দোঁহে মদন শয়ানে। উরে উর দোঁহে দোঁহার বয়ানে বয়ানে।। দুহুঁক উপরে দোঁহে দুহুঁ শির রাখি। কনয়াজড়িত যেন মরকত কাঁতি।। রতিরসে পণ্ডিত নাগর কান। রতিরণে পরাভব ভেল পাঁচবাণ।। স্বেদমকরন্দ বিন্দু বিন্দু গায়। নরোত্তম দাস করু চামরের বায়।। keyboard_arrow_right
  • আলীকুল জাগল অলিকুল গানে
    আলীকুল জাগল অলিকুল গানে। চমকি চাহই দিগ চকিত নয়ানে।। চঞ্চল চিত অতি চললি নিকুঞ্জে। সুখদ শেজ তহিঁ সুকুসুম পুঞ্জে।। বিগলিত কুন্তল বিগলিত বাস। হেরি হেরি সহচরি করু পরিহাস।। জাগ জাগ সুন্দরি সুন্দর কান। দশদিশ নিরমল ভেল বিহান।। জাগল দুহুঁজন রহল বিভোর। নয়ন না মেলই তনু তনু জোড়।। সখিগণে তৈখনে করু অনুমান। কপট কোটি কত করত […] keyboard_arrow_right
  • আলো মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে
    আলো মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে। চিত মোর হরিয়া নিলে ছলিয়া নাগর ছলে।। রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল। যৌবনের বনে মন হারাইয়া গেল।। ঘরে যাইতে পথ মোর হইল অফুরাণ। অন্তর বিদরে কি জানি কি করে পরাণ।। চন্দন চান্দের মাঝে মৃগমদ ধান্দা। তার মাঝে হিয়ার পুতলি রৈল বান্ধা।। কটি পীতবসন রসনা তাহে জড়া। […] keyboard_arrow_right
  • আলো রাই সঙ্গে নি নিবায় মোরে
    আলো রাই সঙ্গে নি নিবায় মোরে। হরির সঙ্গে রাধা সখী রাই করয়ে বিহার।। হরির পদে নেও মোরে সঙ্গেতে তোমার। আকাষ্ঠা কাষ্ঠের নাওখানি যবুনার মাঝ। কাঞ্চাকুরা কালা নিশান সুধু রাধার সাজ।। আখির মাঝে আখিগুলি রাই নিরখিয়া চাও। নায়ের মাঝে আছে হরি চরণে নেপুর দিও।। কর্ণের মাঝে কর্ণ দিয়া রাই নাসিকায় দাঁড় বাইও। মুখের মাঝে মুখ দিয়া […] keyboard_arrow_right
  • আলো রে পরাণের পোতলী বন্ধু
    আলো রে পরাণের পোতলী বন্ধু, তুমি মোর তিলকের ফোঁটা। দৈব সে তোমার লাগি হৈয়াছম্‌ বৈরাগী, তাতে কিবা লাজ খোঁটা।। ধু পিরীতি অবশেষ, না রহিমু এই দেশ, আনল দিয়া যাইমু ঘরে। ; নিতি রাধার মন, করে উচাটন , বাহির হম্‌ হম্‌ প্রাণি করে।। করেতে কঙ্কণ, নয়ানে অঞ্জন, পিন্ধনে পাটের সাড়ী। করেতে মন্দির, চরণে নেপূর, কেন ফির […] keyboard_arrow_right
  • আলো সখি অন্ন নাহি খায় আন নাহি ভায়
    আলো সখি অন্ন নাহি খায় আন নাহি ভায়। আঁখির পলকে সখিরে নিশি না পোহায়।। ধু গগনে গর্জ্জ এ মোহ শিখরে ময়ূর। আমারে ছাড়িয়া সখিরে পিয়া মধুপুর।। কহিও বন্ধের আগে জীবন উপায়। চান্দ মুখ দরশনে নয়ান জুড়া এ ।। সৈয়দ মর্তুজা কহে অকূলী পাখায়। নন্দীয়া কিনারে থাকি না জান সঞ্চার।। keyboard_arrow_right
  • আলো ধনি সুন্দরি কি আর বলিব
    আলো ধনি সুন্দরি কি আর বলিব। তোমা না দেখিয়া আমি কেমনে রহিব।। তোমার মিলন মোর পুণ্যপুঞ্জ রাশি। না দেখিলে নিমিখে শতেক যুগ বাসি।। বদনকমল তোমার সম্পূরণ শশী। মরমে লাগিয়াছে মধুর মৃদু হাসি।। আনন্দমন্দির তুমি জ্ঞান শকতি। বাঞ্ছাকল্পলতা মোর কামনামূরতি।। সঙ্গের সঙ্গিনী তুমি সুখময় ঠাম। পাসরিব কেমনে জীবনে রাধানাম।। গলে বনমালা তুমি মোর কলেবর। রায় বসন্ত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ