• ইয়াদিকীর্দ্দ গুণসমুদ্র শত সাধু শ্রীরাধা
    ইয়াদিকীর্দ্দ গুণসমুদ্র শত সাধু শ্রীরাধা। সদুদারস্য চরিত তস্য পুরাহ মম সাধা।। তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী। কস্য কর্জ্জ পত্রমিদং লিখনং সুকুমারী।। ঠামহি তব প্রেম দুর্লভ লইনু কর্জ্জ করি। ইহার লভ্য পাইবে দিব্য প্রেম অখিল ভরি।। একুনে তিন বাঞ্ছা পূরণ পরিশোধ কলি যুগে। ইহার সাক্ষী ললিতা সখী শত মঞ্জরী ভাগে।। তারিখ তস্য দ্বাপরস্য শশিশেখরে লিখিলাম। […] keyboard_arrow_right
  • ইহ গুরুগঞ্জন বোল
    ইহ গুরুগঞ্জন বোল। শুনইতে জিউ উতরোল।। কত সহ এ পাপ পরাণ। বুঝি কিয়ে হয় সমাধান।। মিছা ছলে তোলে পরিবাদ। কি কার করিলুঁ অপরাধ।। ননদী নয়নজালে বসি। তাহে কাল এ পাড়াপড়সী।। জ্ঞানদাস কহে ধনি রাই। পরিবাদে আর ভয় নাই।। keyboard_arrow_right
  • ইহ নব বঞ্জুল কুঞ্জে
    ইহ নব বঞ্জুল কুঞ্জে। কুরুবক কুসুম সুষম নব গুঞ্জে।। তামভিসারয় ধীরাং। ত্রিজগদতুল গুণ গরিম গভীরাং।। গুরুমঙ্গীকুরু ভারং। বিরচয় মদন মহোদধি পারং।। ভবতীং গতিমবলম্বে। যদুচিত মিহ কুরু বিগত বিলম্বে।। ইতি গদিতা মধু রিপূণা। ত্বরিত মগাদিয় মতিশয় নিপূণা।। রহসি সরস চাটু রাধাং। সমবোধয়দঘহর পুরু বাধাং।। হৃদি সখি বসসি মুরারে। জ্বলয়সি তদপি কিমকৃত বিচারে।। অধুনা দৃশি চ বসন্তী। […] keyboard_arrow_right
  • ইহ মধু যামিনি মাহ
    ইহ মধু যামিনি মাহ। কাহে লাগি মান- দহনে তনু দহি দহি দুহুঁ মুখ দুহুঁ নাহি চাহ।। উহ সুপুরুখ-বর বিদগধ-শেখর এ অবিচল-কুল-বালা। বিহি ও না জানল মদন ঘটায়ল জনু জলধরে বিদুমালা।। চাঁদ উদয়ে কিয়ে কুমুদিনি মুদিত চাঁদনি-বিমুখ চকোর। ঐছন যামিনি কথিহুঁ না পেখিয়ে কিয়ে বিহি-মতি অতি ভোর।। দুহুঁ তনু পরশে ক্ষণিক পরশ-রস জনু জলধরে বিদুমালা।। ঐছন […] keyboard_arrow_right
  • ইহ মধুযামিনি ধনি ভেলি মানিনি
    ইহ মধুযামিনি ধনি ভেলি মানিনি না হেরই নাহ বয়ান। ইহ সুখসময় সবহুঁ বন ফুলময় বিফল ভেল পাঁচবাণ।। এ সখি অবহুঁ কি করব উপায়। এ সুবদনি ধনি ও রসশিরোমণি ভাগ্যে হোয়ত এক ঠায়।। এত কহি সহচরি নাগর মুখ হেরি ইঙ্গিত কয়ল নয়ানে। বুঝি বরনাহ বাহু ধরি সাধয়ে ঝটকই মানিনি মানে।। কর যোড়ি কানু চরণ ধরি সাধয়ে […] keyboard_arrow_right
  • ইহার বিস্তার ভাগবতে আছে
    ইহার বিস্তার ভাগবতে আছে কহিয়ে একটি বাণী। যে যে অগোচর গোচর না হয় কি হেতু ইহার শুনি।। মধুর মধুর এক পথ আছে গন্ধ আমোদিত তায়। পদ্ম বিকসিত এ মহীমণ্ডল একহি একাদশ কায়।। তার রন্ধ্রে চৌদ্দ ব্রহ্মাণ্ড ভেদিয়া উঠিল কোন বা খানে। পুনঃ এক রন্ধ্রে কোটী কোটী মৃগ গতায়াত নাহি জানে।। এক রন্ধ্রে * * আর […] keyboard_arrow_right
  • ইহার বিস্তার ভাগবতে আছে
    ইহার বিস্তার ভাগবতে আছে কহিয়ে একটি বাণী। সে যে অগোচর গোচর না হয় কি হেতু ইহার শুনি।। মধুর মধুর এক পথ আছে গন্ধ আমোদিত তায়। পদ্ম বিকসিত এ মহীমণ্ডল একহি একাদশ কায়।। তার রন্ধ্রে চৌদ্দ ব্রহ্মাণ্ড ভেদিয়া উঠিল কোন্‌বা খানে। পুনঃ এক রন্ধ্রে কোটী কোটী মৃগ গতায়াত নাহি জানে।। এক রন্ধ্রে * * আর নাহি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ