• তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়
    তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়। তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়।। শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি। ভরমে তোমার রূপ ধরণীতে লেখি।। গুরুজনমাঝে যদি থাকিয়ে বসিয়া। পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া।। পুলকে পূরয়ে অঙ্গ আঁখে ভরে জল। তাহা নিবারিতে আমি হইয়ে বিকল।। নিশি দিশি তোমায় বঁধু পাসরিতে নারি। চণ্ডীদাস কহে হিয়া রাখ […] keyboard_arrow_right
  • সই কি বুকে দারুণ ব্যথা
    সই কি বুকে দারুণ ব্যথা। সে দেশে যাইব যথা না শুনিব পাপ-পীরিতের কথা।।ধ্রু।। সই, কে বলে পীরিতি ভাল। হাসিতে হাসিতে পীরিতি করিনু কাঁদিয়া জনমে গেল।। কুলবতী হৈয়ে কুলে দাঁড়াইয়ে যে ধনী পীরিতি করে। তুষের অনল যেন সাজাইয়া এমতি পুড়িয়া মরে।। হাম অভাগিনী এ দুখ দুখিনী প্রেমে ছল ছল আঁখি। চণ্ডীদাস বলে এমতি হইলে পরাণ সংশয় […] keyboard_arrow_right
  • সখীজনে পূছত বারহিঁ বার
    সখীজনে পূছত বারহিঁ বার। কোন চোরাওল মুরলী হামার।। মধুর মধুর কহে বিনোদিনী রাই। কাঁহা পুন ছোড়লি কাঁহা পুন চাই। সরবস ধন তুয়া কোন চোরায়।। কাতর নয়নে নেহারএ কাহ্ন। সখীগণ মোহে মুরলি দেহ দান।। কর সঞে মুরলী কুঞ্জ গৃহ মাঝ। গোবিন্দদাস পহুঁ যুবতিসমাঝ।। keyboard_arrow_right
  • হাসিয়া হাসিয়া নাগর রসিয়া
    হাসিয়া হাসিয়া নাগর রসিয়া না’খানি উজান বাহে। দরিয়া হইতে ওপার করিলা নৌকা কূলে গিয়া রহে।। জনে জনে সবে আনন্দ হইলা ওপার হইল রাধা। জনে জনে ঘরে চলিলা হরিষে আন নাহি কিছু বাধা।। এত বলি সবে গেলা নিজ গৃহ আহীর রমণী যত। পশরা এলায়ে গৃহ সমপিয়া গৃহপতি বলে কত।। “এতক্ষণ কেনে বেলি অবসানে আইলা গৃহের মাঝ। […] keyboard_arrow_right
  • হেদে হে রমণ রমণীমোহন
    “হেদে হে রমণ, রমণীমোহন, বধিয়ে যাইবে তুমি। তবে সে ছাড়িব অঙ্গের বসন পড়িয়া রহিব আমি।।” কোন গোপী বলে– “শুনহ নাগর, দেখহ বদন চাই। অবনী গড়ায়ে রহেছে পড়িয়া তোমার কিশোরী রাই।। চাহ রাই পানে রহেছে পড়িয়া তোমার কিশোরী রাই।। চাহ রাই পানে কমল-নয়ানে বয়ানে তোষই বোল। একবার চাহ কর মেলে লেহ তিলেক হইল ভোর।।” রমণীমোহন ছলে […] keyboard_arrow_right
  • হেদে হে রমণ রমণীমোহন
    হেদে হে রমণ রমণীমোহন বধিয়ে যাইবে তুমি। তবে সে ছাড়িব অঙ্গের বসন পড়িয়া রহিব আমি।। কোন গোপী বলে শুনহ নাগর দেখহ বদন চাই। অবনী গড়ায়ে রহেছে পড়িয়া তোমার কিশোরী রাই।। চাহ রাই পানে কমল-নয়ানে বয়ানে তোষই বোল। একবার চাহ কর মেলে লেহ তিলেক হইল ভোর।। রমণীমোহন ছলে সে নয়ন গলয়ে প্রেমের ধারা। কটাক্ষ ইঙ্গিতে চাহিয়া […] keyboard_arrow_right
  • হেনক সময় প্রভাত হইল
    হেনক সময় প্রভাত হইল সাজল সকল লোক। দধি দুগ্ধ সর শকটে পূরল পাইল দারুণ শোক।। রথের সাজন করিতে তখন সেই সে অক্রূর মতি। চল চল বলি পড়ে হুলাহুলি পরমাদ পড়ে তথি।। নন্দ বলে বাপু কৃষ্ণ হলধর করহ বেশের কাজ। মধুপুর ঘর যাইতে হইল ভূপতি কংসের মাঝ।। নানা পরিপাটি নীল ধড়া আটি বাঁধল বিনোদ চূড়া। নানা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ