নিবেদন বলি তোর হুজুরে রে, ও বন্ধু, নিবেদন বলি তোর হুজুরে।। বন্ধুরে, হিদ্রে আছে ছয়জন,জোগাইতে না পারি মন, হামেশা বিবাদ মোর সনে। আমি তাদের সঙ্গ ছাড়ি আমারে না দেয় ছুড়ি’ না জানি কি বা তাদের মনে। রে বন্ধুয়া, ও বন্ধু, নিবেদন বলি তোর হুজুরে।। বন্ধুরে প্রেমরোগী যেই হয় সে কি সুখে ঘরে রয় সর্বাঙ্গ শোষিয়া […]
keyboard_arrow_right