• ও আমি পাইলাম না গো আমার জীবন থাকিতে
    ও আমি পাইলাম না গো আমার জীবন থাকিতে। হায় হায় আমি পাইলাম না গো। সই গো সই, পাইতাম যারে পাইনা না গো তারে সদায় থাকে মনে। হায় রে, গহীনেতে আইসে যায় না দেখি নয়নে।। সই গো সই, নগরে চলিলাম বা’ মুরশিদ তল্লাস করিয়া। হায় রে, দারুণ হইছে কাল ননদী ফিরইন সাথে সাথে।। সই গো সই, […] keyboard_arrow_right
  • গউর রে তুমি ভাসাইলায় সাগরে
    গউর রে, তুমি ভাসাইলায় সাগরে মিছা দোষী কলঙ্কিনী বানাইছ আমারে। দয়াল গউর রে।। গউর রে, হাটে যাও; বাজারে যাও কিনিয়া আনবায় কি। আমার লাগি কিনিয়া আনিয়ো রউয়ের মুড়ি। দয়াল গউর রে।। মাও মইলা, বাপ মইলা, মইলা সোদর ভাই, একাকিনী রইলাম আল্লা না দেখি’ উপায়। দয়াল গউর রে।। আট-আঙ্গুলা কোদালখানি ষোল্ল আঙ্গুলা ডাঁটি; এরে দিয়া খুঁড়ইন […] keyboard_arrow_right
  • রে শ্যাম বিশেষ চাতুরি ছোড়
    রে শ্যাম বিশেষ চাতুরি ছোড় । কপট না কর কোঁর।।ধু আছিলা কথাএ শ্যাম সুধামএ স্বরূপে কৈঅরে এথা। হামো পরিহরি কার সনে নিশি রজনী গোআইলা কথা।। নিশি উজাগর নআন রাতুল বআন ঝামর ভেল। কোন বিদগধি কাম কলা নিধি রছ (রস) নিঠুরিআ (?) গেল।। অহনিশি জাগি নিদে ডগমগি নআন ওহার সাখি। জে হেন চকোর দেখি দিবাকর উরিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ