নিতাই রঙ্গিয়া ঢুলিয়া ঢুলিয়া নগরে বাজারে ফিরে। গৌরাঙ্গ বলিতে করুণ নয়ানে পয়োধি বারিদ ঝরে।। খঞ্জন নয়ান সতত ঘূর্ণিত গুপ্ত উজ্জ্বল প্রেম। কেতকী কনক নিছনি কতেক বদন শরদ হেম।। কুটিল কুন্তল গন্ধ মনোহর চামর গরব নাশে। অমিয়া মাধুরী পিরীতি চাতুরী নাগরী মোহন বেশে।। (উদ্ধত) কেশরী গর্জন সঘন গমন কুঞ্জর জিতি। নিতাই দেখিয়া আদর করয়ে (পহু লছমীর) […]
keyboard_arrow_right