নিজ নিজ মন্দিরে যাইতে পুন পুন
দুহুঁ মূখচন্দ্র নিহারি।
অন্তরে উথলল প্রেম পয়োনিধি
নয়নে পুরল ঘন বারি।।
রাই কণ্ঠ ধরি গদ গদ বোলত
দুহুঁ তনূ প্রেমে বিভোর।
দুহুক বিচ্ছেদ দুহু সহই না পারই
দুহু দুহু করতহি কোর।।
বিগলিত কুন্তলে মুকুতা দাম দোলে
লোল অলকাবলি শোভা।
লহু লহু হাস বিলাস লোলিত
মুখ দুহু মানস লোভা।।
গদ গদ কণ্ঠ কহই নাহি পারই
ধরই না পারই অঙ্গ।
নরোত্তম-সহচরী সহই না পারই
দুহুক দুলহ রসভঙ্গ।।