• পুরুষ ভমরসম কুসুমে কুসুমে রম
    পুরুষ ভমরসম কুসুমে কুসুমে রম পেঅসি করএ কি পারে। ডর ন রাখল পহু পরতখ ভেলনহু ওর ধরি ভেল বিচারে। ভল ন কএল তোহেঁ সুমুখি সরূপ কোহোঁউ লেপন পিঅ অপরাধে। সেহে সআনী নারি পিঅগুণ পরচারি বেকতও দোস নুকাবে। নিসি নিসি কুমুদিনি সসধর পেম জিমি অধিক অধিক রস পাবে। ভনই বিদ্যাপতি অরে রে বর জুবতি অবহু করিঅ […] keyboard_arrow_right
  • পুলক পূরল অঙ্গ নিজগুণ শুনি
    পুলক পূরল অঙ্গ নিজগুণ শুনি। প্রেমে অঙ্গ গর গর লোটায় ধরণী।। খেনে নরহরি অঙ্গে অঙ্গ হেলাইয়া। গদাধর মুখ হেরি পড়ে মুরছিয়া।। খেনে মালসাট মারে খেনে বলে হরি। রাধা রাধা বলি কাঁদে ফুকরি ফুকরি।। ললিতা বিশাখা বলি ছাড়য়ে নিশ্বাস। ধৈরয ধরিতে নারে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • পূর্ণিমার চান্দ জিনি বদন কমল
    পূর্ণিমার চান্দ জিনি বদন কমল। খঞ্জনে জিনিয়া শোভে নয়ন যুগল।। হিরা মণি মাণিকেতে কর্ণের কুণ্ডল । ময়ূরের পুচ্ছে শোভে কুটিল কুন্তল।। নানা বর্ণের পুষ্প মালা হৃদয় উপরে। সুবর্ণ অঙ্গুরী শোভে বলয়া দুই করে।। নর্ত্তকের বেশ ধরে মুকুট শোভে মাথে। বালকের সঙ্গে খেলে দেব জগন্নাথ।। পীতবস্ত্র পরিধান দেব বনমালী। নূতন মেঘেতে যেন খেলিছে বিজুরী। নীলমণি জিনি […] keyboard_arrow_right
  • পোষ-তুষার তুষানলে ডারল
    পোষ-তুষার তুষানলে ডারল জীবন নায়রি নাহ। সুধির সমীর সুধাকর-শীকর- পরশ গরল অবগাহ।। অহনিশি ডহ ডহ পিয়া জিউ থির নহ দুঃসহ বিরহক দাহ। উঠত বৈঠত শোয়ত রোয়ত কতয়ে করব নিরবাহ।। keyboard_arrow_right
  • পৌষে প্রবল শীত জ্বলন্ত পাবকে
    পৌষে প্রবল শীত জ্বলন্ত পাবকে। কান্ত আলিঙ্গনে দুখ তিলেক না থাকে।। নবদ্বীপ ছাড়ি প্রভু গেলা দূর দেশে। বিরহআনলে বিষ্ণুপ্রিয়া পরবেশে।। ও গৌরাঙ্গ প্রভু হে পরবাস নাহি সহে। সংকীর্ত্তন অধিক সন্ন্যাসধর্ম্ম নহে।। keyboard_arrow_right
  • প্যারী ক্ষম অপরাধ আমার
    প্যারী, ক্ষম অপরাধ আমার, মান তরঙ্গে কর পার।। তুমি রাধে কল্পতরু ভাব প্রেম রসের গুরু। তোমা সম অন্য কারু না দেখি জগতে আর।। পূর্বেরাগ অবধি যারে আশ্রয় দিলে নরেকারে। স্বল্প দোষে সে দাসেরে ত্যাগিলে কি পৌরুষ তোমার।। ভাল মন্দ যতই করি তথায়ে প্রেমদাস তোমারি। লালন বলে, মরি মরি হরির এ কি ঋণ স্বীকার।। keyboard_arrow_right
  • প্রণমি মনমথ করহি পাএত
    প্রণমি মনমথ করহি পাএত। মনক পাছে দেহ জাএত।। ভূমি কমলিনি গগন সূর। পেম পন্থা কতএ দূর।। বাধ ন করহি রামা। পুর বিলাসিনি পিয়তম কামা।। বদনে জীনিকহু করসি মন্দ। লগ ন আওত লাজে চন্দা।। তোহি সঙ্কিয় পথ উজোর গমন তিমিরহি হোএত তোর। কাজ সংসয় হৃদয় বঙ্কা। কত ন উপজএ বিরহ সঙ্কা।। সবহি সুন্দরী সাহস সার। তোহি […] keyboard_arrow_right
  • প্রতি অঙ্গে মণি মুকুতা খিচনি
    প্রতি অঙ্গে মণি মুকুতা খিচনি বিজুরি চমকে তায়। ছি ছি কি অবলা সহজে চপলা মদন মুরুছা পায়।। সজনি ল সই না জানি কি হৈল আধ-নয়নে চাঞা। প্রিয়-সখী-বোল চিত উতরোল দেখিলুঁ আপনা খাঞা।। হিয়ার ভিতরে টানিয়া টানিয়া কাতারে পরাণ কাটে। * * * চন্দন তিলক আধ ঝাঁপিয়া বিনোদ চুড়াটি বান্ধে। জ্ঞানদাস কহে ভালই সে তারে সদাই […] keyboard_arrow_right
  • প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি
    প্রথম প্রহর নিশি সুস্বপন দেখি বসি সব কথা কহিয়ে তোমারে। বসিয়া কদম্বতলে সে কানু করেছে কোলে চুম্ব দিয়া বদন উপরে।। অঙ্গে দিয়া চন্দন বলে মধুর বচন আর বায় বাঁশী সুমধুরে। চাহিলেন সুরতি নাহি দিল পাপমতি দেখিল কৃষ্ণ দৌজি প্রহরে।। তৃতীয় প্রহর নিশি মুই কৃষ্ণ কোলে বসি নেহারিলু সে চাঁদবদনে। ঈষৎ হাসন করি প্রাণ মোর নিল […] keyboard_arrow_right
  • প্রথম সিরিফল গরবে গমওলহ
    প্রথম সিরিফল গরবে গমওলহ জৌঁ গুন-গাহক আবে। গেল জৌবন পুনু পলটি ন আবএ কেবল রহ পছতাবে।। সুন্দরি, বচনে করহ সমধানে। তোহ সনি নারি দিবস দস অছলিহু ঐসন উপজু মোহি ভানে।। জৌবন রূপ তাবে ধরি ছাজত জাবে মদন অধিকারী। দিন দস গেলে সখি সেহও পড়াএত সকল জগত পরচারী।। বিদ্যাপতি কহ জুবতি লাখ লহ পড়ল পয়োধর-তূলে। দিন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ