পূর্ণিমার চান্দ জিনি বদন কমল।
খঞ্জনে জিনিয়া শোভে নয়ন যুগল।।
হিরা মণি মাণিকেতে কর্ণের কুণ্ডল ।
ময়ূরের পুচ্ছে শোভে কুটিল কুন্তল।।
নানা বর্ণের পুষ্প মালা হৃদয় উপরে।
সুবর্ণ অঙ্গুরী শোভে বলয়া দুই করে।।
নর্ত্তকের বেশ ধরে মুকুট শোভে মাথে।
বালকের সঙ্গে খেলে দেব জগন্নাথ।।
পীতবস্ত্র পরিধান দেব বনমালী।
নূতন মেঘেতে যেন খেলিছে বিজুরী।
নীলমণি জিনি তার মুখ অনুপাম।
তার মাঝে শোভা করে বিন্দু বিন্দু ঘাম।।
চিত্র গতি চলে যেন নাটুয়া খঞ্জন।
দেখিয়া যুবতিগণ স্থির নহে মন ।।