• সুনি সিরিখণ্ড তরু সে সুনি গমন করু
    সুনি সিরিখণ্ড তরু সে সুনি গমন করু ছাড়ত মদন তনু তাপে।। আরতি অইলিহু তেঁ কুম্ভিলইলিহু কে জান পুরুবকের পাপে।। মাধব তুঅ মুখ দরসন লাগী। বেরি বেরি আবওঁ উতর ন পাবওঁ ভেলাহ বিরহ রস ভাগী।। জখনে তেজল গেহ সুমরি তোহর নেহ গুরুজন জানল তাবে। তোহেঁ সুপুরুস পহু হমে তঞো ভেলিহু লহু কতহু আদর নহি আবে।। keyboard_arrow_right
  • সুনিঐহ্নি হর বড় সুন্দর
    সুনিঐহ্নি হর বড় সুন্দর, আগে দেখিঐহ্নি বিভূতি ভয়ঙ্কর । সুনিঐহ্নি হর অওতহি রথপর, আগে দেখিঐহ্নি বুঢ় বলদ পর।। সুনিঐহ্নি পাটপটম্বর। আগে দেখি ঐহ্নি ফটলে বঘম্বর। সুনিঐহ্নি গরা মোতি মাললয়, আগে দেখিঐহ্নি রুদ্রক হারলয়।। ভনহিঁ বিদ্যাপতি গাওল, আগে গৌরি উচিত বর পাওল ।। keyboard_arrow_right
  • সুন্দর কালিয়া রে
    সুন্দর কালিয়া রে, আমি তোমার না পাইলাম রঙ কি রূপ; সুন্দর কালিয়া রে; আওরের মাঝারে রে কদম্বেরি গাছ রে তার উপর তিনটি ডাল আছে; তার যে উপরে রে মনিয়ার বাসা রে প্রেমের ফান্দ পাতিয়া থইছে তারে। সুন্দর কালিয়া রে, আধারের লাগিয়া রে জমিনে লামিল রে হায়রে, পেএরমর ফাঁদ লাগল রাধার গলে । সুন্দর কালিয়া রে, […] keyboard_arrow_right
  • সুন্দর বদন সুধাকর নিরমল
    সুন্দর বদন সুধাকর নিরমল চন্দন তিলক উজোর। পুন নিকর নীর কত বরণ হি কাঞ্চন গোর।। অপরূপ রূপ গৌরচন্দ্র নটরাজে। সঙ্গীত রাস রঙ্গে সব সহচর বিহরই নবদ্বিপ মাঝে।। প্রভুর কমল বিমল দুহুঁ লোচন তাহে ঝরই জলধারা। জনু যুগ-খঞ্জন ভোরে ভুজল পুন উগরই মতিমহারা।। হাস-প্রকাশ মিলিত মধু-বাদর স্বেদ-সুধাকর রসময় অঙ্গে। জ্ঞানদাস কহে জগজন কান্দএ বুঝই না পারই […] keyboard_arrow_right
  • সুন্দর মন্দিরে থির না থাকয়ে
    সুন্দর মন্দিরে থির না থাকয়ে বচনে না দেই কাণ। চীর চিকুর এক ন সম্বরি কত না বুঝাব আন।। (রামা সবহুঁ তোর উদেশ। বিরহে আউল কহ্ণাই ভরমে ফিরয়ে দেশ-বিদেশ।।ধ্রু।।) শয়ন কারণ শয়ন রচই তুয়া পরমান লাগি। নয়ন মুন্দই মদন না দেই হৃদয়ে উঠয়ে আগি।। খেণে বিলসই খেণে চমকই খেণে খেণে রোই গাব। খেণে অপরূপ কাঁপ উপজয়ে […] keyboard_arrow_right
  • সুন্দর মন্দিরে থির না থাকয়ে
    সুন্দর মন্দিরে থির না থাকয়ে বচনে না দেই কান। চীর চিকুর এক না সম্বর কত না বুঝাব আন।। রামা সবহুঁ তোর উদেশ। বিরহে আকুল কানাই ভরমে ফিরয়ে দেশ বিদেশ।। শয়ন কারণ শয়ন রচই তুয়া পরশন লাগি। নয়ন মুদই মদন বাদহি হৃদয়ে উঠয়ে আগি।। খেনে বিলসই খেনে চমকই খেনে খেনে রোই ধাব। খেনে অপরূপ কাঁপ উপজয়ে […] keyboard_arrow_right
  • সুন্দর শ্যামর অঙ্গ
    সুন্দর শ্যামর অঙ্গ। রঙ্গ পটাম্বর হার মনোহর গোধূলি-ধূসর অঙ্গ।। নব নব পল্লব- গুচ্ছ সুমণ্ডিত চূড় শিখণ্ডক বেঢ়ল দাম। মকরাকৃতি কুণ্ডল দোলত হেরইতে মূরছি পড়ল কত কাম।। নবকুল মাল বিরাজিত উরপর কিঙ্কিণী রণরণি নূপুর পায়। গোবিন্দদাস পহুঁ জগমনমোহন ব্রজযুবতী মন হরএ চিত লাএ।। keyboard_arrow_right
  • সুন্দরি কান্দে দুটী হাত দিয়া মাথে
    সুন্দরি কান্দে দুটী হাত দিয়া মাথে। গর গর অন্তর লোর ঝর ঝর হারাইয়া নিজ প্রাণনাথে।। বেঢ়ল সখিগণ চতুরিণি ললিতা বৈঠল নিকটহি যাই। বসনে মুখানি মুছি মৃদু মৃদু বোলই কি কর কি কর ধনি রাই।। কোরে তোহারি শ্যাম-নট-শেখর দেখহ নয়ান পসারি। কহিতে কহিতে পাওল চেতন লহু লহু নয়ান নেহারি। শ্যাম সুনাগর রাইক কর ধরি তুরিতহি উরপর […] keyboard_arrow_right
  • সুন্দরি কাহে কহসি কটুবাণী
    (সুন্দরি কাহে কহসি কটুবাণী তোহারি চরণ ধরি শপতি করিয়ে কহি তুহুঁ বিনে আন নাহি জানি।।) ধ্রু।। তুয়া আশোয়াসে জাগি নিশি বঞ্চলুঁ তাহে ভেল অরুণ নয়ান। মৃগমদ বিন্দু অধরে কৈছে লাগল তাহে ভেল মলিন বয়ান।। তোহে বিমুখ দেখি ঝুরয়ে যুগল আঁখি বিদরয়ে পরাণ হামার। তুহুঁ যদি অভিমানে মোহে উপেখবি হাম কাঁহা যায়ব আর।। হামারি মরম তুহুঁ […] keyboard_arrow_right
  • সুন্দরি ঝটকার মনোহর বেশ
    সুন্দরি ঝটকার মনোহর বেশ। সময় হইলে আসি বাজিবে সঙ্কেত বাঁশি ধৈরযের নাহি রবে লেশ।। গমন মনুর ভাবে কবরী আউলাইয়া যাবে ঝটকর বেণীর রচনা। শ্রমজলে যাবে ভাসি মলিন হবে মুখশশী কাজর পরিতে করি মানা।। নীল অট্ট পট্ট শাড়ী আঁটিয়া পরহ গোরি খসিয়া না পড়ে সেই কালে। কাঁচুলি পরিয়া হার ভিতরে রাখহ তার ছিঁড়িলে থাকয়ে যেন গলে।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ