সুন্দরি তুয়া গুণ গণিতে গণিতে। মনে করি কতবার শুধিতে তোমার ধার পুন আমায় হইল জনমিতে।। কলিতে পুরিয়া কালি কলিজা কাগজ করি খুদিলাম নিজ হাতে লিখি। খত রইল তব হাতে খাতক হইল নন্দসুতে খত ছাড়াই বল কিসে দেখি।। খত ছাড়াইতে যদি নাহি দেয় বিধি ব্যাজ লাগি কি বুদ্ধি করিব। জয় রাধে শ্রীরাধে বলি লুটাইয়া মাখিব ধূলি […]
keyboard_arrow_right