উজ্জ্বল সুবাহু গোপাল দুইজন। লোহিত বরণ নীল পদ্মের বরণ।। দোঁহা কটি তটে নীল বিচিত্র বসন । নানা আভরণ অঙ্গে মাণিক রতন।। সপত্র কদম ফুল দোঁহাকার কানে। কপোল চুম্বন করে অগিম দোলনে।। চাঁচর চিকুরে বেড়ি নব গুঞ্জামালে। টালনী বিনোদ চূড়া ডাহিন কপালে ।। গোক্ষুরের ধূলা দোঁহা অঙ্গে বিভূষিত। অবিরত মুরলী মধুর গায় গীত।। সুবর্ণ চম্পক মালা […]
keyboard_arrow_right