• একলা যাইতে যমুনা ঘাটে
    একলা যাইতে যমুনা ঘাটে। পদচিহ্ন মোর দেখিল বাটে।। প্রতি পদচিহ্ন চুম্বয়ে কান। তা দেখি আকুল বিকল প্রাণ।। নাসা পরশিয়া রহলি দূরে। লোক দেখিলে কি বলিবে মোরে।। হাসি হাসি পিয়া মিলল পাশ। তা দেখি কাঁপয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • একলি কুঞ্জহি কান
    (একলি কুঞ্জহি কান। পথ হেরি আকুল পরাণ।। মনমথে জর জর ভেল। তৈখনে সুন্দরী গেল।। হেরই নাগর কান। হোয়ল অমিয়া-সিনান।) নব অনুরাগিণী নারী। কি কহব কহই না পারি।। নাহ দরশে ভেল ভোর। কো কহ আরতি ওর।। সহচরিগণ পিছে গেল। হেরি দুহুঁ আনন্দ ভেল।। পূরল মন অভিলাষ। জ্ঞান কহই সখি পাশ।। keyboard_arrow_right
  • একহি বেরি অনুরাগ বঢ়াওল পঞ্চবাণ ভেল মন্দা
    একহি বেরি অনুরাগ বঢ়াওল পঞ্চবাণ ভেল মন্দা। অধর বিম্ববৎ জেতি ন পলিচ্ছএ ন হোঅএ দিবসক চন্দা। মাধব তুঅ গুণে লুবুধলি রাহী পিতা-বিসরন মরনহুঁ তহ আগর তোহঁ নাগরসব চাহী। দুই মনরভস তেসর নহি জানএ পরদএ সমন্দএ ন জাই। চিন্তাএ চেতন অধিক বেআকুল রহলি, সুমুখি রহলিসির লাই। ভনই বিদ্যাপতি সুনহ মধুরপতি তোহেঁ ছড়ি গতি নহি আনে বিসবাস […] keyboard_arrow_right
  • একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি
    একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি জলের ভিতর শ্যাম রায়। ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে পুন কানু জলেতে মিশায়।। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি ধীরে ধীরে কর বাড়াইনু। কর বাড়াইয়া যাই আর না দেখিতে পাই আকুল হইয়া জলেতে ডুবিনু।। ঢেউ মোর হৈল কাল না পাইলাম নন্দলাল উঠিলাম যমুনার নীরে। না দেখি বন্ধুর […] keyboard_arrow_right
  • একা কাঁখে কুম্ভ করি যমুনাতে জল ভরি
    একা কাঁখে কুম্ভ করি যমুনাতে জল ভরি জলের ভিতরে শ্যাম রায়। ফুলের চূড়াটি মাথে মোহন মুরলী হাতে পুন কানু জলেতে লুকায়।। যমুনাতে দিতে ঢেউ আর না দেখিল কেউ ঢেউ স্থির মাঝে পুন কানু। কতেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি ধীরে ধীরে হাত বাড়াইনু। হাত বাড়াইয়া নাহি পাই ডুবিয়ে ধরিতে চাই কান্দিতে কান্দিতে ঘরে আইনু।। চণ্ডীদাসের […] keyboard_arrow_right
  • একালে সঙ্কেত পুছিয়া ত্বরিত
    একালে সঙ্কেত পুছিয়া ত্বরিত প্রাণ সহচরী গিল। লতাতলে লুচি(লুকাইয়া) চন্দ্রাবলী-সখী শৈব্যা পদ্মা শুনিঠিল (শুনিয়াছিল) সেহি খরতরে যাইঞা সত্বরে মিলি চন্দ্রাবলী-পাশে। এ সব বিধান কহিঞা বহন অনাইল কুঞ্জদেশে।। খণ্ড দেশ শুনি নূপুরের ধ্বনি শ্রুতি মুখে শ্যামরাজে বিচারই চিত্তে জানি আমার দুঃখ রসনিধি(রাধা) কৈল বিজে(বিজয়, আগমন) অতক ভাবিঞা কুঞ্জ ত্যজি হরি সত্বর পাছুটী গেল। ঘোর আন্ধারেতে বারি […] keyboard_arrow_right
  • একি আ অনলহু ন আবএ পাসে
    একি আ অনলহু ন আবএ পাসে। কোরহু করইত কাঁপ তরাসে।। নহি নহি নহি পএ ভাখে। জইঅও জতন করিঅ পএ লাখে।। সুমুখি বিমুখী রহ সোই। পঅ পরলহু নহি পরসনি হোই।। সেজ চকিত রহ জাগী। ছট পট কর জনি পরসলি আগী।। keyboard_arrow_right
  • একি দায় দেখ দেখ ওগো বড়ি মা
    একি দায় দেখ দেখ ওগো বড়ি মা। জীরণ শীরণ, আয়স ভিন্ন, অতি পুরাতন না।। অথির নীর, গভীর ধীর, অগাধ নাহিক থা। বিধির ঘটন, আসিয়া পবন, উপজিল বহু বা।। পাইয়া আশ্রয়, দিয়া জয় জয়, যমুনা কাড়িছে রা। কল কল কল, হিল্লোল কল্লোল, দেখিয়া হালিছে গা।। হেলিছে দুলিছে , তুলিয়া ফেলিছে, চলবল স্রোতসা। জ্ঞানদাসের আশা কেবল ভরসা, […] keyboard_arrow_right
  • একি শুনি আচম্বিতে অক্রুর আস্যাছে নিতে
    একি শুনি আচম্বিতে অক্রুর আস্যাছে নিতে হরি নাকি যাবে মধুপুরে। এইত দারুণ কথা শুনিতে অন্তরে ব্যথা গোপীগণ প্রতি ঘরে ঘরে।। নন্দঘোষ যশোমতী তারা দিল অনুমতি প্রাণনাথ যাইবে মথুরা। প্রাণনাথ পরিহরি কেমনে পরাণ ধরি নিশ্চয়ে সে মরিব আমরা।। হরি বিনা জীবন কি ছার ধন জন যৌবন সম্পদ আমার। যাহা বিনে এক ত্রুটি মানি কত যুগ কোটি […] keyboard_arrow_right
  • একে সে লোকের কথা সহনে না যায়
    একে সে লোকের কথা সহনে না যায়। মোর নাম ধরি বাঁশি অবিরত গায়।। গুরুজনা পরিজনার যখন থাকি কাছে। মোর নাম ধরি বাঁশি সঘনে গরজে।। রাধা রাধা বলিয়ে ডাকয়ে বাঁশি সদা। মা বাপ ছাড়াইল ঘন নাম থুঞে রাধা।। মন দুখে থাকি আমি মরমে মরিঞা। আপনা মজাইলাম আমি পিরিতি করিঞা।। গোবিন্দদাস কহে শুন ধনি রাধা। শ্যাম যে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ