কে বলে কালিয়া ভালা রাই ! ধু কে বলে কালিয়া ভালা, অন্তরে বাহিরে কালা, কালা নহে, রস বিনোদিয়া।। কি মোর কপালে লেখা, নয়ানে নয়ানে দেখা, আঁখি-বাণে জর জর হিয়া।। সৈয়দ মর্তুজা কয়, পর কি আপনা হয়, মন বান্ধা পিরীতি লাগিয়া।। keyboard_arrow_right
কে বলে কালিয়া ভাল
“কে বলে কালিয়া ভাল। সে গুণ-মহিমা ভাবিতে গুণিতে রাধার পরাণ গেল।। সুন হে উদ্ধব সে সব বৈভব তাহা না কহিব কত। বড় নিদারুণ হৃদয় কঠিন পরাণে সহয়ে কত।। আমরা সে পদে এ তনু নিছিঞা সরণ লইয়াছিলুঁ । তাহে নিদারুণ কেবা জানে হেন মাথায় কলঙ্ক নিলুঁ ।। সেই সে কলঙ্ক বাদ পরিবাদ ভূসন করিয়া নিল। গুরু […] keyboard_arrow_right
কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে
কে বোঝে সেই কৃষ্ণের অপার লীলে। তিনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া , কে তবে মথুরায় রাজা হ’লে।। কৃষ্ণ রাধা ছাড়া তিলার্ধ না ভারত পুরাণে তাই কয়। তবে ধনি কেন দুর্জয় বিচ্ছেদ এ জগতে জানালে।। সবে বলে অটল হরি সে কেন হয় দণ্ডধারী কিসের অভাব তারি, ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে।। নিগম খবর জানা গেল […] keyboard_arrow_right
কেউ যদি গো মথুরাতে যাও। অভাগীর খবর কইও যদি বন্ধের দেখা পাও ! বলিও তোরা বন্ধের কাছে কি বুকে রাধা ভুলিয়াছে গো। অর্ধমরা রাধা আছে চায় গো তার পীরিতের বাও।। বন্ধুর দেখা মিলে যদি বলিও কাঁদে রাধা নিরবধি গো। দেখতে চায় রাধা অপরাধী মরণকালে রাঙ্গা পাও।। বলিও বন্ধুর দেখা পাইলে হার গাঁথিয়া নানা ফুলে গো। […] keyboard_arrow_right