“কে বলে কালিয়া ভাল।
সে গুণ-মহিমা ভাবিতে গুণিতে
রাধার পরাণ গেল।।
সুন হে উদ্ধব সে সব বৈভব
তাহা না কহিব কত।
বড় নিদারুণ হৃদয় কঠিন
পরাণে সহয়ে কত।।
আমরা সে পদে এ তনু নিছিঞা
সরণ লইয়াছিলুঁ ।
তাহে নিদারুণ কেবা জানে হেন
মাথায় কলঙ্ক নিলুঁ ।।
সেই সে কলঙ্ক বাদ পরিবাদ
ভূসন করিয়া নিল।
গুরু দুরূজনে দিয়া তিয়াগণে
তভু তারে নাহি পাল্য।।
গুরুর গঞ্জনা পাড়ার তুলনা
সে নিল চন্দন-চুয়া।
কি করিতে পারে ওসব বচন
কানুরে সপ্যাছি দেহা।।
অমিয়া বলিয়া সে হরি সেবিনু
গরল হইয়া গেল।
গরল তরসি তাহার পরষি
এই গতি মতি ভেল।।
কে জানে এমন দসার মরম
কহিতে কি জানি হয়।”
চণ্ডীদাস বলে– এত দুখে সুনি
জেবা করে রষময়।।