কৃষ্ণদাস কবিরাজ বিদিত অবনীমাঝ
গোসাঞি পদবী মনোহর।
শ্রীচৈতন্যচরিতামৃত মহাগ্রন্থ যার কৃত
সেই প্রভু প্রেম কলেবর।।
আরে মোর কবিরাজ গোসাঞি।
জগতের শিক্ষাগুরু বাঞ্ছা কল্পতরু
তোমা বিনে আর কেহ নাঞি।।
কিবা সাংখ্য পাতঞ্জল ন্যায় বেদান্ত মহাবল
মীমাংসক ষড়শাস্ত্র গণে।
গীতা সংহিতা যত পঞ্চরাত্র ভাগবত
যাতে কহে তত্ত্ব নিরূপণে।।
এ সবার চরণ (প্রান্ত) গোসাঞির পড়িল গ্রন্থ
ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ … আগে।
নারায়ণ নিরাকার পৃথক পৃথক বিচার
স্বয়ংরূপ হৃদয়েতে জাগে।।
কায়মনে কর ব্রত শ্রীচৈতন্যচরিতামৃত
কর সভে স্মরণ পঠন।
ঘুচিবে মনের দুঃখ পাইবে পরম সুখ
নরোত্তম দাসের নিবেদন।।