কেলি সমাধি উঠল দুহুঁ তীরহি
বসন ভূষণ পরি অঙ্গ।
রতন মন্দির মাহা বৈঠল নাগর
করু বন-ভোজন রঙ্গ।।
আনন্দে কো করু ওর।
বিবিধ মিঠাই খীর বহু বনফল
ভুঞ্জই নন্দ কিশোর।। ধ্রু।
নাগর-শেষ লেই সব রঙ্গিনি
ভোজন করু রসপুঞ্জে।
ভোজন সমাধি তাম্বুল সভে খাওল
শুতলি নিজ নিজ কুঞ্জে।।
ললিতানন্দ কুঞ্জ যমুনা তট
শুতল যুগলকিশোর।
দাস নরোত্তম করতহি সেবন
অলস নয়ন হেরি ভোর।।