• খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর
    খোঁপা পরতেখ মোর ত্রিদশ ঈশ্বর হর কেশপাশে নীল বিদ্যমানে। এআ। সিসের সিন্দুর সূর ললাটে তিলক চাঁদ নয়নত বসএ মদনে ।।এআ।। সুণ বড়ায়ি ল বোল গিআঁ গোবিন্দক বাতে।এআ। তীন ভূবন বীর রাখএ যৌবন ধন কি করিতেঁ পারে জগন্নাথে ।। (এআ।।) ধ্রু।। নাসা বিনতানন্দন পাণ্ডু গণ্ডু পাশে কণ্ণ বিম্বওষ্ঠ পুষ্পদন্ত সঙ্গে। কুচযুগ যুধিষ্ঠির বাহু নিতম্ব যুগলে মাঝ […] keyboard_arrow_right
  • তোর রতি আশোআশেঁ গেলা অভিসারে
    তোর রতি আশোআশেঁ গেলা অভিসারে। সকল শরীর বেশ করী মনোহরে।। না কর বিলম্ব রাধা করহ গমনে। তোহ্মার সঙ্কেতবেণু বাজাএ যতনে।। কালিনীর তীরে বহে মন্দ পবনে। তোহ্মাক চিন্তিতেঁ আছে নান্দের নন্দনে।।ধ্রু।। তোর তনুগত রেণু চলিল পবনে। তাহাকো করএ কাহ্ন আতি বহুমানে।। পাখি বসিতেঁ তরুপাতচলনে। তোহ্মার গতি শঙ্কিআঁ রচয়ে শয়নে।। চাহে দশ দিশ কাহ্ন চকিতে নয়নে। কত […] keyboard_arrow_right
  • বাহু তুলিলেঁ কেশ বন্ধন ছলে
    বাহু তুলিলেঁ কেশ বন্ধন ছলে। ঘন ঘন বিকাশিলেঁ বদন কমলে।। আঙ্গভঙ্গ কৈলেঁ কেহ্নে মোর বিদ্যমানে। এবেঁ আলিঙ্গন দিআঁ রাখহ পরাণে।। কিসকে ঘুচায়িলেঁ রাধা নেতের আঞ্চল। দেখায়িলেঁ কুচভার করায়িলেঁ বিকল।।ধ্রু।। যমুনার তীরে রাধা কদমের তলে। তরল করিলেঁ কেহ্নে নয়নযুগলে।। আধ মুখ ঢাকিলেঁ সরুঅ বসনে। তেকারণে রাধা ধরিতেঁ নারোঁ মনে। যুমনা নদীর রাধা তুলিতেঁ পাণী। কেহ্নে ধীরেঁ […] keyboard_arrow_right
  • যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ
    যবেঁ রাধা গোআলিনী পাতল কৈল গাএ। হেহে  লহে। তবেঁ হিঅ হিঅ বুলী কাহ্ন বাহে নাএ।। হেহে লহে লহে।। আকাশের তারা যেনছুটি  গেল নাএ। অধ নদী গেলেঁ পুণি বহে খর বাএ।। রাধাএঁ বুলিল কাহ্ন ঝাঁট বাহি যা। ঢেউ দেখি মোর হালে সব গা।। দুতরত পারকর একবার কাহ্ন। পার হৈলেঁ  তোর বোল না করিবোঁ আন।। নাঅ  টালবলাএ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ