সোনাবন্ধু রে আমার প্রাণবন্ধু, আইস যাও তুমি, নিদ্রারে না দিও মন হে। ধু মন্দ মন্দ করি, উত্তর দক্ষিণে, বহএ শীতল বাও। বন্ধুআ বলিআ, হাত বাড়াইলুম্, প্রেম রসে বাঝি গেল গাও।। প্রেমের সাগরে, হিল্লোল উঠিল, কাম্পএ মুই নারীর হিয়া। অধরে অধরে যুগল দিআ রে নিবাও প্রেমরস দিআ।। হেন সাধলয়, মুই নারীর হৃদেত, তোমারে রাখিতুম ভরি আ। […]
keyboard_arrow_right