• তুই বন্ধের ছুরতের বলাই লইআ
    তুই বন্ধের ছুরতের বলাই লইআ, মুই মরিআ যাইতুম, তুই বন্ধের বলাই লইআ ।। ধু পিরীতি আনল ঘাতে, দহিল মুই নারীর মাথে, পুড়িয়া হইলুম্‌ ভস্ম ছালি। যদি আইসে প্রাণ পিয়া, হিয়ার উপরে থুইয়া, এই রূপ যৌবন দিমু ঢালি।। মাণিক্য পাইলুম বাটে, লইলুম আপনা হাতে, হৃদেতে রাখিলুম কথ কাল। পড়শী হইল বৈরী, বন্ধেরে নিলেক হরি, নয়ালি যৌবন […] keyboard_arrow_right
  • রাখিমু তোরে হিয়ার মাঝারে
    রাখিমু তোরে হিয়ার মাঝারে পরাণ যতন করি রাখিমু তোমারে। ধু যমুনাতে আনাগোনা কদমতলে থানা। মুই নারীর বাড়ীতে আইতে তোরে কে করিবে মানা।। যেখনে পিরীতি কৈলা মিঠামিঠা বাণী। গলে প্রেফাঁসি দিয়া নিতে চাহ প্রাণি । কহে হীন চম্পা গাজী শুন প্রাণেশ্বরী। এবে তোমার প্রেমে নাম জপে হরি।। keyboard_arrow_right
  • সোনাবন্ধু রে আমার প্রাণবন্ধু
    সোনাবন্ধু রে আমার প্রাণবন্ধু, আইস যাও তুমি, নিদ্রারে না দিও মন হে। ধু মন্দ মন্দ করি, উত্তর দক্ষিণে, বহএ শীতল বাও। বন্ধুআ বলিআ, হাত বাড়াইলুম্‌, প্রেম রসে বাঝি গেল গাও।। প্রেমের সাগরে, হিল্লোল উঠিল, কাম্পএ মুই নারীর হিয়া। অধরে অধরে যুগল দিআ রে নিবাও প্রেমরস দিআ।। হেন সাধলয়, মুই নারীর হৃদেত, তোমারে রাখিতুম ভরি আ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ