তুই বন্ধের ছুরতের বলাই লইআ, মুই মরিআ যাইতুম, তুই বন্ধের বলাই লইআ ।। ধু
পিরীতি আনল ঘাতে, দহিল মুই নারীর মাথে, পুড়িয়া হইলুম্ ভস্ম ছালি।
যদি আইসে প্রাণ পিয়া, হিয়ার উপরে থুইয়া, এই রূপ যৌবন দিমু ঢালি।।
মাণিক্য পাইলুম বাটে, লইলুম আপনা হাতে, হৃদেতে রাখিলুম কথ কাল।
পড়শী হইল বৈরী, বন্ধেরে নিলেক হরি, নয়ালি যৌবন হইল জঞ্জাল।।
করিয়া ঘরের কাম, বন্ধেরে নিলেক হরি, নয়ালি যৌবন হইল জঞ্জাল।।
করিয়া ঘরের কাম, জপিএ তোমার নাম, দিশি নিশি জাগিয়া পোসাই।
ভজমান নারী ছাড়ি, যাও বন্ধু কার বাড়ী, হাম নারীর আর লক্ষ্য নাই।
বিনি বসন্তের বায়, যৌবন বাড়িআ যায়, না দেখিআ প্রাণবন্ধু মুখ।
চাম্পা গাজী ভণে পিরীতি যতনে, রাখিলে পাইবা পাছে সুখ।।