আমায় কান্দাইলে কি হইবে রে, ছাড়্ব না তর মিলন আশা এ জীবন ভৈরে।। সদা আড়ালে লুকাও , আশা না পূরাও, আমার পানে চাইতে বুঝি লাজে মৈরে যাও। তোমার ভাব দেখিয়া দ্বিগুণ জ্বলে প্রেমের অনল অন্তরে।। তোমার মন ভাল না শ্যাম, আমি ভাবে বুঝিলাম, মুখের দুইটি কথা কইতে কে মানা করে। তুমি চাতুরী খেলিতে বুঝি ডেকে […]
keyboard_arrow_right