আমায় কান্দাইলে কি হইবে রে, ছাড়্‌ব না তর মিলন আশা এ জীবন ভৈরে।।
সদা আড়ালে লুকাও , আশা না পূরাও, আমার পানে চাইতে বুঝি লাজে মৈরে যাও।
তোমার ভাব দেখিয়া দ্বিগুণ জ্বলে প্রেমের অনল অন্তরে।।
তোমার মন ভাল না শ্যাম, আমি ভাবে বুঝিলাম,
মুখের দুইটি কথা কইতে কে মানা করে।
তুমি চাতুরী খেলিতে বুঝি ডেকে আনলে সংসারে।।
জালালুদ্দীন আর কত কাল, তর পিরীতির জঞ্জাল,
সহ্য কৈরে, ধৈর্য ধৈরে বাঁচিবে সংসরে।
কে জানে তার কেমন করে আন্‌ কৈরে তুই রৈলে দূরে।।