বাঁকা শ্যামেরে কৈও নয়ান ত্রিভঙ্গে ভাঙ্গে কুলধনি মান। ধু নাশে জ্ঞানমূল কিসে জাতিকুল যাচি যৌবন কর দান। জগত নাশক অস্থির ঘাতক তুয়া কটাক্ষের শর। মুঞি সে অবলা কোমল সরলা সহিতে সঙ্কট বড়। হেরি প্রাণ হরে অর্ধ-মৃত্যু করে এমন বধক কোথা। বিষপানে মরি কহিতে না পারি শ্যামের চরিত্র কথা। অবলা বধিলে কিবা সুখ মিলে রসিক নাগর […]
keyboard_arrow_right