বাঁকা শ্যামেরে কৈও নয়ান ত্রিভঙ্গে ভাঙ্গে কুলধনি মান। ধু
নাশে জ্ঞানমূল কিসে জাতিকুল যাচি যৌবন কর দান।
জগত নাশক অস্থির ঘাতক তুয়া কটাক্ষের শর।
মুঞি সে অবলা কোমল সরলা সহিতে সঙ্কট বড়।
হেরি প্রাণ হরে অর্ধ-মৃত্যু করে এমন বধক কোথা।
বিষপানে মরি কহিতে না পারি শ্যামের চরিত্র কথা।
অবলা বধিলে কিবা সুখ মিলে রসিক নাগর রায়?
জীবন যৌবন কৈলুঁ সমর্পণ ভজিলুঁ ঐ রাঙ্গা পায়।
ভজমান ছাড়ে কেমন নাগরে কুলের কলঙ্কী হৈল।
কাম হুতাশন না সহে জীবন যমুনাতে ঝাম্প দিব।
শ্রীহীন দানেশ কহে উপদেশ খেদ পরিহরি রায়।
সেই দয়াসিন্ধু বিরহিনী বন্ধু সেবিতে ঐ রাঙ্গা পায়।