জগপতি সেবকেরে দেখ একবার। ধু তোমার সৃজনে আসিয়া সংসার মাঝ না বুঝি কি চরিত্র তোমার। ধ্যান করি মনে হেরি ভকতি মিনতি করি আইস বন্ধু নিকটে আমার। সবে কহে মথুরার হাটে বন্ধু যায় রাজ বাটে তথা গিয়া বসি নিরীক্ষিয়া। যে কেহ পন্থেত হেরি তাহারে জিজ্ঞাসা করি কোথা বন্ধু দেও দেখাইয়া। অবিরত ভাবি মনে বন্ধুরে দেখিছ কোনে […]
keyboard_arrow_right