প্রেমানল দিয়া হায় রে বন্ধু ছাড়িয়া গেলায় মোরে রে, হায় রে বন্ধু কি বলিমু তোরে। মনে বড় সাধ করি রে হায় রে বন্ধুরে যদি পাই ; চরণে ভকতি দিয়া হায় রে অন্তরে লাগাই। আমি অভাগিনী ডাকি রে বন্ধু হইয়া কাতর, আংখির কাছে থাকি হায় রে বন্ধু না দেও উত্তর, একই ঘরে থাকিয়া হায় রে বন্ধু […]
keyboard_arrow_right